Pokriti Niye Caption Bangla – সবুজ প্রকৃতি নিয়ে ক্যাপশন

Pokriti Niye Caption Bangla – সবুজ প্রকৃতি নিয়ে ক্যাপশন

প্রকৃতি নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কবিতা, কিছু কথা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই বাংলাদেশ এই দেশের সব কিছুই আল্লাহতালা খুব সুন্দর করে সৃষ্টি করেছেন যে সৃষ্টি দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। তাই আমরা যারা প্রকৃতিকে ভালোবাসি তারা অবশ্যই প্রকৃতির কিছু লেখা খোঁজ করি। তাই চলেন আজকে আমরা দেখে নেই প্রকৃতি নিয়ে কিছু লেখা যে লেখাগুলো পড়লে অবশ্যই আমাদের ভালো লাগবে।

আমরা যখন প্রকৃতির মাঝে হারিয়ে যাই তখন আমাদের কি যে ভালো লাগে? যখন আমাদের খুব মন খারাপ থাকে তখন আমরা যদি প্রকৃতির মাঝে হারিয়ে যায় তখন আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়। প্রকৃতি হচ্ছে আল্লাহতালার বড় একটি নিয়ামত। যে নিয়ামতের কারণে আমরা সবসময় হাসিখুশি এবং সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করতে পারি।

সবুজ প্রকৃতি নিয়ে ক্যাপশন - প্রকৃতি নিয়ে ক্যাপশন

 

সবুজ প্রকৃতি নিয়ে ক্যাপশন

সবুজ সুফল ও শস্য শ্যামল এই বাংলাদেশ, এই দেশের প্রতিটি ইঞ্চি জাগাতে প্রকৃতিক সৌন্দর্য ভরপুর। বাংলাদেশ এতই সবুজ প্রকৃতিতে ভরপুর যে আপনি যেখানেই যাবেন সেখানে সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। তাই আর দেরি না করে চলেন সবুজ প্রকৃতি নিয়ে কিছু ক্যাপশন দেখে নেই।

প্রকৃতির প্রতিটি ফুল যেন একটি অপরূপ সৌন্দর্যময়।

এই সবুজ প্রকৃতি হচ্ছে সৃষ্টিকর্তার সবচাইতে সৌন্দর্যতম মহিমা।

এই সবুজ বনে এক ঝাঁক পাখিগুলো উড়ে যায় তোমার মনের আনন্দের খোরাক মেটানোর জন্য।

কত সুন্দর এই সবুজ প্রকৃতির প্রকৃতি, এই প্রকৃতির অস্তিত্বের কারণেই পৃথিবীর রং এত ঝলমলে সুন্দর।

প্রকৃতি নিয়ে স্ট্যাটাস

আমরা সৃষ্টির সেরা জীব বিদায় আমাদের প্রকৃতি অনেক ভালো লাগে তাই আমরা প্রকৃতি নিয়ে অনেক স্ট্যাটাস খোঁজ করে থাকি তাই আপনাদের জন্য এই বছরের প্রকৃতি নিয়ে স্ট্যাটাস আমার লেখার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম।

তুমি প্রকৃতিকে ভালোবাসো প্রকৃতি তোমাকে ভালোবাসবে।

প্রকৃতির মাঝে তুমি হারিয়ে যাও তুমি খুঁজে পাবে নতুন কিছু।

প্রকৃতি হচ্ছে আল্লাহতালার মহান এক সৃষ্টি, যে সৃষ্টিতে সবাই মুগ্ধ।

তুমি যদি প্রকৃতির মাঝে হারিয়ে যাও খুঁজে পাবে নিজেকে এক অনন্য উচ্চতায়।

প্রকৃতি প্রেমী মানুষ প্রকৃতি আমাকে কাছে টেনে নেয় আমি প্রকৃতির কাছে চলে যাই।

প্রকৃতি নিয়ে ক্যাপশন

মানুষ মাত্রই প্রকৃতিপ্রেমী তাই প্রকৃতির মাঝে মানুষ হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়ার কারণে মানুষ মনে শান্তি খুঁজে পায়। আপনার যদি মনে অশান্তি থাকে তাহলে অবশ্যই প্রকৃতির মাঝে হারিয়ে যান দেখবেন মনে অনেকটাই শান্তি চলে এসেছে। আল্লাহতালার সৃষ্টির অপরূপ সৌন্দর্য হচ্ছে এই প্রকৃতি তাই প্রকৃতিকে ভালবাসুন এবং প্রকৃতির মাঝে হারিয়ে যান।

এই সুন্দর প্রকৃতিতে আজ বৃষ্টি হচ্ছে চলনা দুজন মিলে বৃষ্টিতে ভিজি।

তুমি আর আমি চলো আজ এই সবুজ প্রকৃতিতে হারিয়ে যাই যেখানে শুধু তুমি আর আমি থাকবো।

এই প্রকৃতির মাঝে আমরা হারিয়ে যাই আমাদের এই প্রকৃতি খুঁজে নিবে প্রকৃতি ভালবাসতে জানে।

সবাই মিলে চলছি দূর দিগন্ত পারি দিয়ে প্রকৃতির মাঝে খুঁজছি এক শান্তিময় প্রকৃতির রূপ।

যদি আপনি প্রকৃতিকে সত্যিকারের ভালবেসে থাকেন, তাহলে অবশ্যই প্রকৃতি আপনাকে সত্যিকারের ভালবাসবে খুঁজে পাবেন এক প্রশান্তি।

চলনো তুমি আমি মিলে হারিয়ে যাই এই প্রকৃতিতে যেখানে থাকবে না কেউ শুধু তুমি আর আমি ছাড়া কেউ।

প্রকৃতি নিয়ে ফেসবুক ক্যাপশন

আমরা বিভিন্ন সময় অনেক জায়গাতে ভ্রমনে যাই এবং প্রকৃতির মধ্যে হারিয়ে থাকি তাই আমরা বিভিন্ন সময় প্রকৃতি নিয়ে ফেসবুকে জন্য ক্যাপশন খুঁজি। যে সকল পাঠকবৃন্দ ইন্টারনেটে ফেসবুকে জন্য প্রকৃতি নিয়ে ক্যাপশন চাচ্ছেন তারা অবশ্যই আমার এই পোস্টটি পড়বেন এই পোস্টটির মাধ্যমে আপনাদের মাঝে প্রকৃতি নিয়ে ফেসবুকের জন্য কিছু ক্যাপশন লেখা হয়েছে।

দিন যায় রাত যায় মাস যায় বছর যায় এটি তো প্রকৃতির খেলা।

চল না সুজন দুজন দুজন মিলে হারিয়ে যাই এই প্রকৃতির মাঝে কেউ যেন আমাদের না খুঁজে পায়।

প্রকৃতি এমন এক মাধ্যম আপনি প্রকৃতিকে যে ব্যবহার দিবেন প্রকৃতি আপনাকে সেই ব্যবহারটি ফেরত দিবে তাই সবসময় প্রকৃতিকে ভালোবাসুন।

প্রকৃতি নিয়ে কবিতা

 

প্রকৃতি হাতছানি দিয়ে ডাকে
হারাতে ইচ্ছে হয় পাহাড়ি নদীর বাঁকে,
দুর্গম পথ পেরিয়ে পাহাড় জয়ের নেশা
প্রকৃতির একান্ত সান্নিধ্যে নিজেকে ভালোবাসা।

বর্ষায় প্রপাতের সৌন্দর্য দেখার বড় স্বাদ
জুম ঘরে বসে বৃষ্টি দেখার আহ্লাদ,
পিচ্ছিল পাথুরে পথে দুঃসাহসিক অভিযান
দুর্গম বন পেরেবো হাতে নিয়ে প্রান।

পশু পাখির কলোরবে মুখরিত চারিধার
এখা,নে ফিরতে ম,ন চায় প্রতি,বার,
ক্লান্তি শেষে ঝিরির ঠান্ডা জল পান
একমুঠো জুৃম ভাতে দেহ ফিরে পায় প্রান।

চূড়োয় বসে নক্ষত্ররাজির মাঝে দিবো ডুব
এমন জোসনা রাত্রির সান্নিধ্য চাই খুব,
প্রকৃতি দেবী তোমার কোলে দিও ঠাই
তোমাকে জানার আশায় অজানাতে হারাই।

যদি শুষ্ক ভূমি হতে তুমি,
বৃষ্টি হয়ে তোমায় ভেজাতাম আমি।
আকাশের বিশালতা মাখতে যদি গায়ে,
সাগর হয়ে ছুয়ে দিতাম গুটিগুটি পায়ে।

সূর্যের মতো তেজে দীপ্ত যখন হবে
তোমার তেজস্বীতা আমায় পোড়াবে,
অমাবস্যায় যখন ছেয়ে যাবে মন
চাঁদের হাসি এনে দেব; অভিমান বারণ।

শিমুল হয়ে ঝরতে রাজি যদি তুও চাও
কাঠগোলাপ ভেবে আমায় ছুয়ে দাও,
তৃষ্ণা মেটাতে তোমার হতে পারি ঝর্না
তোমার মেটাতে স্বাদ হবো অন্নপূর্ণা।

হরিৎ বনে চলো গড়বো কুড়ে-
শান্তির ঠিকানা, হারাবো নীড়ে;
প্রকৃতি প্রেমের মতো ভালোবাসো আমায়
তৃষ্ণার্ত এই বুকে আগলাবো তোমায়।

প্রকৃতি নিয়ে রোমান্টিক ক্যাপশন

যে সকল মানুষের মনের ভিতর ভালোবাসায় এবং প্রেম আছে শুধুমাত্র সেই সকল মানুষের মনের ভিতরে প্রকৃতি নিয়ে রোমান্টিক কিছু কাজ করে। আর যে সকল মানুষের মনের ভিতরে ভালোবাসা এবং প্রেম নেই সেই সকল মানুষের মনের ভিতরে প্রকৃতি নিয়ে রোমান্টিক কোন কিছু কাজ করে না। যে সকল সম্মানিত পাঠক প্রকৃতি নিয়ে রোমান্টিক ক্যাপশন খোঁজ করিতেছেন তারা অবশ্যই আমার এই ক্যাপশন গুলো পড়বেন।

সত্যিকারের প্রেম হচ্ছে প্রকৃতির সাথে কারণ প্রকৃতি কখনো ধোকা দেয় না।

এই তুমি কি জানো প্রকৃতি কত সুন্দর চলনা দুজন মিলে প্রকৃতি দেখি।

চলো না ঘুরে আসি প্রকৃতিতে যেখানে তোমার আমার মন হারিয়ে গেছে।

আজ আমি হারিয়ে গেছি এই প্রকৃতির মাঝে যে প্রকৃতি আমাকে বরণ করে নিয়েছে তোমার সাজে।

যদি আপনার মনের ভিতরে ভালোবাসা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি প্রকৃতির সাথে প্রেম করবেন, প্রকৃতি কখনো আপনাকে না ভালোবেসে থাকতে পারবেনা।

প্রকৃতি নিয়ে ছোট ক্যাপশন

 

আমরা অনেক সময় প্রকৃতিতে হারিয়ে যাই তাই আমাদের প্রকৃতি নিয়ে ছোট ছোট ক্যাপশন প্রয়োজন হয় তাই আপনারা যেন প্রকৃতি নিয়ে ছোট ছোট ক্যাপশন দেখতে চাচ্ছেন। তারা নিম্নলিখিত প্রকৃতি নিয়ে ছোট ছোট ক্যাপশন দেখতে পারেন।

পৃথিবীর যত ভালোবাসা এই প্রকৃতির মাঝে।

প্রকৃতি হচ্ছে পৃথিবীর অপরূপ সৌন্দর্যের এক নীলাভূমি।

এখানে সময় প্রকৃতিকে ভালোবাসা।

গাছে গাছে ফুল ফোটে এটাই তো প্রকৃতির সৌন্দর্য।

ভোরের সকালে কোকিল কন্ঠে পাখি শিস দিয়ে যায় মনের মাঝে।

প্রকৃতি নিয়ে  উক্তি

প্রকৃতি নিয়ে এই বছরের সেরা কিছু উক্তি আমার এই ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। আপনারা পড়লে অবশ্যই আপনাদের ভালো লাগবে তাই আপনারা যারা প্রকৃতিপ্রেমী তারা অবশ্যই এই উক্তি গুলি পড়বেন।

তুমি এই প্রকৃতি ধ্বংস করো না এই প্রকৃতি তোমাকে বাঁচিয়ে রাখার জন্য ভালোবাসা প্রদান করে।

যদি তোমার মন খারাপ হয়ে থাকে তাহলে তুমি প্রকৃতির মাঝে হারিয়ে যাও দেখবে তোমার মন প্রকৃতিক ভাবেই ভালো হয়ে গেছে।

যে জন প্রকৃতিকে ভালবাসতে পারে না সে কখনো কাউকে ভালবাসতে পারে না কারন প্রকৃতির ভালোবাসায় তাকে ভালবাসতে উৎসাহিত করে।

এই প্রকৃতির আলো বাতাস তোমার জন্য সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে তাই তুমি এই প্রকৃতিকে ভালোবাসো এবং আলো বাতাস গ্রহণ করো।

প্রকৃতি তার নিজের আপন গতিতে চলে তাই তুমি প্রকৃতিকে ধ্বংস করো না তাহলে ধ্বংস হয়ে যাবে তুমি।

Caption Bangla Avatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MH SARKAR

আমি মেহেদী হাসান। আমি একজন স্টুডেন্ট। “ক্যাপশন বাংলা” সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি ওয়েবসাইট। আমি আমার আর্টিকেলে আপনাদের মাঝে যেসব ক্যাপশন শেয়ার করেছি এগুলো অত্যন্ত জনপ্রিয়। আমার এই ওয়েবসাইটে কাজ করার উদ্দেশ্য হচ্ছে সবাই যেন ভালো মানের ক্যাপশন সহজে খুঁজে পায়💙

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে – আল ইমরান,আয়াত-১৮৫