বাংলা শর্ট ক্যাপশন সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নিজেকে জনসমক্ষে পরিচিত করানো যায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি মানুষ তার মনে অনুভূতি মনের ভাব এবং নিজস্ব রুচিবোধ প্রকাশ করতে পারে। এবং এই জন্য ইনস্টাগ্রাম facebook বা whatsapp এ নিজের একাউন্টে ছবির পাশাপাশি একটি মার্জিত ক্যাপশন এর গুরুত্ব অনেক। একটি সুন্দর এবং রুচিসম্মত বাংলা শর্ট ক্যাপশন মানুষের ব্যক্তিত্বের পরিচয় বহুগুণ বাড়িয়ে তোলে। এবং সেই কারণেই নিচে উল্লেখিত সেই রকমই কিছু মনোগ্রাহী ক্যাপশন তুলে ধরা হলো যা জীবনের বিভিন্ন দিককে সুন্দরভাবে উপস্থাপন করবে।
বাংলা শর্ট ক্যাপশন 2024 – Bangla Short Caption
মেনে নিলেই শান্তি আর মনে নিলেই অশান্তি।
সাধের এই দেহটাও
হবে একদিন ছাই
কিছুই সাথে যাবে না
যখন আসিবে সময়।
শেষবারের মতো আকাশ দেখার সুযোগ এসেছে আজ
দেহের আর কিবা দাম
সে তো শুধু মালিক ছায়ার।
বেঁচে থাকাটাই এখন উৎসব।
একবারই হয় সারা জীবনের মতো এই মৃত্যু সাজ
প্রান তো ছিল এতদিন। অমরত্ব শুরু হলো আজ।
আপনার সামনে আয়নায় দেখা মানুষটাকে বিশ্বাস করবেন না সে কিন্তু আপনার উল্টো।
হে পৃথিবী, তুমি অপরাজিত হও।
আমি মুখ বন্ধ করে রাখি, মানেই আমি কিন্তু পরাজিত নই আমি পরিণত।
অভিমানের দাম যেখানে নেই সেখানে অভিযোগ করেও কোন লাভ হয় না।
পূর্ণতা পাক প্রতিটা সম্পর্ক উঠে যাক এ শহর থেকে বিচ্ছেদ
সুখী হোক প্রতিটি মানুষ।
মায়া হচ্ছে এমন জিনিস যাকে ছেড়ে আশা যায় কিন্তু ছেড়ে থাকা যায়না।
জানি তুমি বুঝবে না আর তোমাকে বোঝানোর সামর্থ্য আমার নেই।
তাই তোমাকে ভালবাসি আড়াল থেকেই।
উচ্ছাস যখন সীমানা পেরিয়ে যায় তখন সেটা পাগলামিতে রূপ নেই।
বাস্তবতা শুধু স্বপ্নই দেখায় না জীবনের মূল সত্যি টাকে চোখের সামনে তুলে ধরে।
কারো নজরে অর্ধেক ভরা তো কারো নজরে অর্ধেকখালি
সবাই সঠিক এ জগতে
যে যার দৃষ্টিভঙ্গিতে চলি।
মানুষের সুন্দর ব্যবহার হচ্ছে অস্থায়ী জীবনের চিরস্থায়ী
যা মৃত্যুর পরেও থাকবে সবার স্মৃতিতে।
জীবন যে পথে নিয়ে চলেছে সেই পথের জ্বলছে গন্তব্য কোথায় কখন শেষ হবে জানিনা।
যারা গভীরভাবে ভাবে আমি জিতব জীবন যুদ্ধে তারাই জেতে।
নিজের সৌন্দর্য নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আপনি আপনার মতোই সুন্দর কারো কাছে অসুন্দর হলে সেটা তার দৃষ্টিভঙ্গির সমস্যা। আপনার সৌন্দর্য বর্ণনা করার যোগ্যতা কারোরই হয়নি।
ঈশ্বর এর সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না।
নিজ অবস্থান থেকে খুশি থাকুন হয়তো আপনি যতটুকু পেয়েছেন অন্য কারোর কাছে তার স্বপ্ন।
কাঁদছেন? আরেকটু কাঁদুন। তবুও রবের উপর থেকে কখনো আশা হারাবেন না। তিনি আপনাকে কখনোই নিরাশ করবেন না।
আত্মবিশ্বাস ও নিজের সিদ্ধান্তের উপর বিশ্বাস থাকলে আপনার সিদ্ধান্ত কখনো মিথ্যে হতে পারে না।
জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ কিন্তু গল্পের মত জীবন সাজানো অনেক কঠিন।
দুজনকে এমন হতে হবে, আমরা চাইলে সব ঠিক করে নেব তবুও তোমাকে হারাতে পারবো না।
হিংসা ভালবাসা অধিকার সবার প্রতি আসে না এবং যার প্রতি আসে সে এর মূল্য বোঝে না।
হারিয়ে ফেলার শোক যদি কেউ একবার কাটিয়ে উঠতে পারে দ্বিতীয় বার সেটার প্রতি আর কোন আগ্রহ থাকে না তার।
ত্যাগ ছাড়া কোন কিছুই সম্ভব নয়। শাঁস গ্রহণ করার সময়ও আগে একটা শ্বাস ত্যাগ করতে হয়।
যেখানেই সম্ভব না মনে হবে সেখানেই সম্ভাবনা খুঁজতে হবে।
বাংলা শর্ট ক্যাপশন কষ্টের
জীবন হল জ্যামিতির উপপাদ্য কিছুটা যেমন হয় তেমনটা
কারণ চিত্র দেখলে মনে হয় কত সহজ কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় যে এর কঠিন কতটা।
সুখ পথে পড়ে থাকে না হাতে গড়ে নিতে হয়।
জীবন হচ্ছে চলার পথের শিক্ষা গুরু।
যদি তুমি শিখতে চাও তাহলে মাথা নিচু করে শেখো আর বাঁচতে হবে মাথা উঁচু করে।
গতিময় এ জীবনে বাঁচতে হবে প্রাণ ভরে
ঘিন্না হিংসা দূর করে ভালোবাসা থাক অন্তরে।
জীবন এক যুদ্ধক্ষেত্র। বাধা বিপত্তি আসবেই। সবকিছু যদি পেরিয়ে যাওয়া যায় তবেই তো জিতবে।
জীবনের জন্য প্রয়োজনীয় এবং আবশ্যিক যে দুটি জিনিস সেটি হচ্ছে নীরবতা এবং হাসি। হাসি যেমন সমস্যা মেটাতে সাহায্য করে সুন্দরভাবে বাঁচতে শেখায় নীরবতা সেই সমস্যাগুলোকে এড়িয়ে চলতে শেখায়।
প্রসঙ্গ যখন তুমি তখন
তোমাকে অসম্ভব ভালোবাসি আমি।
একমুঠো বিকেল দিও
দিও কিছু সন্ধ্যা
খোপাই তোমার বেঁধে দেবো
সুন্দর রজনীগন্ধা।
যার কাছে আমার বিন্দুমাত্র গুরুত্ব নেই তাকেই আমার প্রচুর ভালো লাগে।
আমি বোকা কিনা জানিনা তবে অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলি।
ভালোবাসার অধিকার তো সবারই আছে কিন্তু সবার পাওয়ার ভাগ্য নেই।
স্বপ্ন যখন আকাশ সমান
বাস্তবতা তখন কাগজের বিমান।
এই ঘুমন্ত শহরে
আমি ই রাত জাগা প্রহরী।
মানুষ টা আমি খারাপ না
রেগে গেলে কাউকে ছাড়ি না।
হ্যাঁ আমি অসুন্দর হতে পারি কিন্তু অহংকারী নই।
আমি কখনো নিজেকে একা মনে করি না কারণ জানি আমি ঈশ্বর সব সময় আমার সাথে আছেন।
ভালোবাসার জন্য শুধু সুন্দর রূপ না সুন্দর একটা মনেরও প্রয়োজন।
যেকোনো সম্পর্কের জন্য অর্থ থেকেও বিশ্বাসের প্রয়োজন বেশি।
কার জন্য করছো এতো মায়া
এই শহরে তোমার আপন বলতে
আছেই শুধু তোমার নিজের ছায়া।
প্রেম করতে নাকি মন লাগে
কিন্তু দেখতে পাচ্ছি প্রেম করতে শুধুই ফোন লাগে।
মানুষটা আমি একটু খারাপ হতে পারি কিন্তু কখনো কারো ক্ষতি চাইনি আমি।
কঠিন রাস্তা তে কখনো ভয় পাওয়া উচিত নয়। অনেক সময় কঠিন পথে সুন্দর গন্তব্য দিকে নিয়ে যায়।
বাংলা শর্ট ক্যাপশন রোমান্টিক
প্রকৃতি কে যে ব্যক্তিরা ভালোবাসে
তাদের মন অনেক সুন্দর হয়।
তার থেকেও মানুষকে দেখেছি আমি আসলে তো মানুষ দূর থেকেই সুন্দর বেশি।
সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি হলো ফুল
যার পবিত্রতায় নেই কোন ভুল।
লাইফে টাকা থাকাটা যেমন প্রয়োজন
কেমন হাসিটাও প্রয়োজন।
ভালোবাসার মানুষকে আটকে রাখা যায় না আগলে রাখতে হয়।
নিজেকে নিয়ে নিজের কাছেই অভিযোগ আমার।
নীরব ভালোবাসার গভীরতা প্রকাশ্য ভালোবাসার থেকেও গভীর।
তুমি যদি রেখে দাও তোমার শেষ কাব্য হয়েও থেকে যেতে পারি।
ভালোবাসার মানুষটা দামি হয় ভালবাসার চেয়েও।
শুধু আমার হাত ধরে তুমি থেকো গোটা দুনিয়াকে আমি দেখে নেব।
জীবনে যদি ভালো থাকতে চাও তাহলে ভুলে থাকতে জানতে শিখো।
মুখের কথা তো বোঝে সবাই চোখের ভাষা ক’জন বোঝে।
আমি তোমার অপেক্ষায় থাকি আর তুমি আমাকে সর্বদাই উপেক্ষা করো।
জানি সকল স্বপ্ন সত্যি হয় না
তবুও কেন মন মানতে চায় না।
তোমার গন্তব্য যেন দিনের শেষে আমার কাছেই শেষ হোক।
কিছু জিনিস ভাগ্যে না থাকলেও গ্যালারিতে থেকেই যায়।
মনে যদি শান্তি না থাকে
তাহলে দুনিয়াটাই বিরক্ত লাগে।
হঠাৎ করেই একদিন চলে যাব সেদিন আর কারণ হব না কারো মন খারাপের।
বুঝবে তো সেদিন
যেদিন আমায় খুব করে খুজবে।
ভালোবাসো ভেবে কাছে গিয়েছিলাম
কিন্তু কখনো বুঝিনি যে সেটা অভিনয় ছিল তোমার।
অভ্যাসে পরিণত হয় যখন কথা বলা তখনই মানুষ চলে যায় হাত ছেড়ে।
মধ্যবিত্ত হল ইচ্ছে গুলোকে নিজের হাতে খুন করে জীবনকে প্রাধান্য দেওয়া।
জীবনে কিছু মানুষ ফিরে আসে না বারবার তাই প্রিয় সময় থাকতে আগলে রাখতে শিখো।
সবার প্রয়োজন হয়ে থেকে গেলাম কারো প্রিয়জন হতে পারলাম না।
কষ্টের ওজন না থাকা সত্ত্বেও বহন করা কষ্টকর।
মধ্যবিত্তদের ভালবাসা সিনেমাতেই সম্ভব বাস্তবে কখনোই নয়।
অভিজ্ঞতা আর বয়স কোনটাই কম নয় তবুও মানুষ চিনতে ভুল হয় মাঝে মাঝে।
বেলা শেষে চুপ থাকলাম দেখলাম শুনলাম বুঝলাম।
কিছু মানুষের মিথ্যের হাসির আড়ালে তাদের একাকিত্বের গল্প গুলো লুকিয়ে থাকে।
দূরত্ব কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা বানায়?
নতুন মানুষের সন্ধান পেলে পূরণ মানুষের কদর কমে যায়।
একাকীত্ব এমন জিনিস যেটা মানুষের জীবনে অসীম সৌন্দর্য যোগ করে। এতে সূর্যের আলোর ন্যায় কিছু সময় পুড়িয়ে সুন্দর করে তুলে রাতের বাতাসকে।
একা থাকাটা অস্বাভাবিক কিছু নয় এটি একটি সাধারণ বিষয়।
মানুষের একটি বড় অভাব হল প্রেমহীন হয়ে যাওয়া আর একা থাকা।
একমাত্র যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তারাই জানে বাইরের জগতকে মানিয়ে নিতে কতটা কষ্ট।
সব সত্যি বিসর্জন দিয়ে কঠিন সময় গুলোকে কাটিয়ে উঠার উপায় একমাত্র মধ্য বৃত্ত পরিবারের লোকেরাই জানে।
জীবনে ভালো থাকতে গেলে অনেক কিছুই ত্যাগ করতে হয়।
জীবন অনেক সুন্দর
হতাশ হওয়ার কিছু নাই।
নিজেই নিজের আনন্দের এবং খুশির কারণ হয়ে ওঠা যায়।
মানুষ তার কষ্টের জন্য নিজেই দায়ী।
বন্ধুত্ব কিংবা ভালোবাসা সময় গেলে সবকিছুই কেমন জানি পরিবর্তন হয়ে যায়।
আমি অনেক ভদ্র ছেলে অনেক ভদ্র 🙂
যদি আমাকে কর পছন্দ না হয় আই ডোন্ট কেয়ার সবার পছন্দ তো আর ভালো নয়।।
আমার সাথে কখনো খেলতে এসো না আমি তোমার থেকেও ভালো খেলোয়াড়।
বাংলা শর্ট ক্যাপশন attitude
আমি অকারণে ঝগড়া করি না শুধু পয়েন্টে পয়েন্টে কিছু কথা বলি আর এটি শুনে কিছু মানুষের জয়েন্টে ব্যথা লাগে।
বুঝবি যেদিন খুজবি তো সেদিন
কিন্তু সময় ফুরিয়ে যাওয়ার পর।
কারো ভাব ভঙ্গি দেখার টাইম নেই আমার চাইলে থাকো, নইলে রাস্তা মাপো।
ভালো যদি আমি নাও থাকি তবুও সব সময় হাসি খুশি থাকি হ্যাঁ এই ব্যক্তি তাই আমি।
কত হালা এলো গেল কারো দেখার টাইম নেই।
কেউ কেউ আমাকে অহংকারী বলে কিন্তু এটা আমার অহংকার নয় এটা আমার আত্মবিশ্বাস।
আজকাল মানুষকে বোঝানোর থেকে চুপ করে থাকা ভালো।
একা একা পথ চলার অভ্যাস করুন পৃথিবীতে জ্ঞান দেয়ার মানুষ কম নেই কিন্তু সঙ্গ দেয়ার মানুষ কিন্তু খুবই কম।
পরিচয় সবার সাথে রেখো কিন্তু নিজেকে বিশ্বাস করো ।
নিজের সখ টা সময় থাকতে পূরণ কর বস সুযোগ হয়তো পরে নাও আসতে পারে।
পাইন বনে লুকোচুরি মেঘের।
কারো জন্য অপেক্ষা না করে একাই বেরিয়ে পড়ো।
প্রিয় জায়গা হল সেই জায়গা যেখানে গেলে মন খারাপ মুছে যায়।
মেঘ সবুজের দেশে
হারিয়ে যাবো পথিকের বেশে।
প্রত্যেকটা সকাল যদি এমন মধুর হত…
১০০ সমস্যা একটাই সমাধান পাহাড় ♥
এক টুকরো স্বর্গ 🙂♥
জীবনের ততই বেশি সুখ পাবে যত চাহিদা কম রাখবে ♥
পাহাড়ের ডাকে পাহাড়ের টানে…
পরের জন্মে বাতাস হবো
প্রিয় মানুষটাকে ছুঁয়ে যাবো।
অর্থের মূল্য জীবনে অনেক
কিন্তু অর্থই সব নয়।
নিরব হয়ে অনুভব করার
স্বপ্ন গুলো অনেক সুন্দর হয়
বাঘ যদি না খেয়েও মরে তবুও কুকুরের মত উচ্ছিষ্ট মুখে তোলে না।
অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর ভালো।
সেই ব্যক্তি কখনো কল্যাণের মুখ দেখবে না যে ব্যক্তি মন্দ লোকের সঙ্গে উঠাবসা করে।
যারা প্রতাপশালী হয় তাদের সবাই ভয় পাই কিন্তু কেহ শ্রদ্ধা করেনা।
যে মিথ্যা বললে মানুষের মঙ্গল হয় সেই মিথ্যা যদি অসৎ উদ্দেশ্য করা হয় তাও সত্য অপেক্ষা শ্রেষ্ঠতর।
হিংস্র বাঘের উপর কখনো দয়া করতে নেই।
আগুন ত্বকের কোন বন্ধু নেই আরেকজন আগন্তক ছাড়া।
সৎ ব্যক্তি যারা তাদের নিন্দা ও কোন অনিষ্ট করতে পারে না।
চরম দায়িত্বহীনতা হলো অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেয়া।
যে সত্যের উপাসক সেই প্রকৃত ভদ্র।
এ জীবন তোমাকে দিলাম বন্ধু
তুমি শুধু ফেসবুকের পাসওয়ার্ডটা দিও 👻
যে থাকার জন্য আসে সে কখনো চলে যাওয়ার কথা বলে না।
জীবনসঙ্গী তো তাকেই করা উচিত যার কাছে হাজারটা অপশন থাকলেও তার একমাত্র চয়েজ হবে তুমি ই।
জীবন হলো এমন একটা অধ্যায় এমন একটা গল্প যার প্রতিটা লাইন পড়া সহজ হলেও বোঝা অনেক কঠিন।
এমন কিছু সম্পর্ক আছে। যে সম্পর্কের নেই কোন ভবিষ্যত নেই কোন বর্তমান।
জীবনকে রঙিনভাবে সাজাতে কোন রং তুলির প্রয়োজন হয় না প্রয়োজন হয় একজন ভালো জীবনসঙ্গীর।
বাস্তবতা কখনোই কল্পনার মত সুন্দর হয় না।
কখনো হাসি কখনো কাঁদে এমন ভাবেই শূন্যতায় ভাসি।
যে জেনেশুনে ভুল করে তাকে সেই ভুলগুলো শুধরানোর জন্য অনুরোধ করাটাও একটা বড় ভুল।
ভালোবাসার সবচেয়ে বড় উপহার হচ্ছে সময়।
ব্যবহারেও যত্ন নিন চেহারার মত জীবন সুন্দর হবে।
একা দিন ফাঁকা রাত নিভেছে আলো
তুমি ছাড়া আর আমার লাগেনা ভালো।
আমার এই মন শুধু তোমাকে ঘিরে
তোমাকে যদি আবার পেতাম ফিরে।
তুমি ছাড়া আমি
আমি ছাড়া তুমি
যেন লবণ ছাড়া তরকারি।
কোন অ্যাটিটিউড নেই বস
আমি একজন সরল সোজা মানুষ।
মানুষ তখনই প্রেম বুঝতে পারে যখন সে প্রেমে পড়ে।
অহংকার আমাদেরকে নিজের সংকীর্তন তার মধ্যে আবদ্ধ করে রাখে, যার ভক্তি নাই সে জানে না অহংকারের অধিকার কত সংকীর্ণ যার ভক্তি আছে সেই জানে নিজের বাহিরে যে বৃহত্তর যে মহত্ব তাহা অনুভব করাতেই মুক্তি।
মনুষ্য জাতির যে সকল সমস্যা গুরুতর সেই সমস্যাগুলোই চিরকালের
মানুষের মধ্যে দুটো দিক থাকে, একটা দিক হচ্ছে সে স্বতন্ত্র আরেকটা দিক হচ্ছে সে সকলের সঙ্গে যুক্ত।
একটি ছেলে এসে মাকে পৃথিবীর সকল ছেলের মা করে দেয়।
গঙ্গা নদীকে কলকাতা কিংকরি করেছে সুখী করতে পারেনি তাইতো অপমানিত নদী হারিয়েছে তার রূপ লাবণ্য সৌন্দর্য।
বিচারকগণ আপন শাসনের বন্ধু রয়েছে যাহা বন্দী হতেও বেশি বন্দী।
বিবাহ হল সকল দেশেই ন্যূনতম পরিমাণে নারীকে বন্দী রাখবার জন্য একটা পরিকল্পনা।
বিশাল বিশ্বজগত মায়ের আত্মীয় এটা মাথায় শিশুকে জানিয়ে দিল। নইলে মাথা তার আপন হতো না।
ডুবে গেলে আবার উঠতে হবে..!! এটা সূর্য মামা শিখিয়েছে..!!
পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস টি হলো ফুল ! 🌼
ফুলের সৌন্দর্যের কোনো ক্যাপশন হয় না , ফুলের
ক্যাপশন তার নিজের সৌন্দর্য 🖤
ফুল সবসময় শুধু সুগন্ধিই ছড়ায় না মাঝে মাঝে কিছু
সুন্দর মূহূর্তও দিয়ে যায় 🌸
বাংলা শর্ট ক্যাপশন happy ! bangla caption for facebook
ফুলের মত পবিত্র হচ্ছে মানুষের সুন্দর মন।
ফুল নিয়ে কোন ক্যাপশন লেখার প্রয়োজন হয় না ফুলের সৌন্দর্য তো আসল ক্যাপশন।
খাবার এর জন্য সবাই যুদ্ধ করে। জমিনের সর্প কিংবা গগনের পক্ষী।
কারণ খুদা সবারই লাগে
আমি রূপে তোমায় ভোলাব না , ভালোবাসায় ভোলাব । আমি হাত দিয়ে দ্বার খুলব না গো , গান দিয়ে দ্বার খোলাবো ভরাব না ভূষণভারে , সাজাবো না ফুলের হারে প্রেমকে আমার মালা করে গলায় তোমার পরাবো ।
প্রেম যা দান করে , ততই তাহার সার্থকতার আনন্দ নিবিড় হয়।সে যত কঠিন দান ই হোক না কেনো
যে পাওয়ার সঙ্গে না পাওয়া জড়িয়ে আছে সেই পাওয়াতেই মানুষের মন আনন্দিত।
ফন্দি জিনিসটা খুব ভালো যদি তাহার মধ্যে নিজে আটকাইয়া না পরো।
কর্মের দ্বারা অধিকার সৃষ্টি করতে হয় । অধিকার চেয়ে পাওয়ার জিনিস নয়।
তুমি যতই তীরে দাঁড়াও বা জলের দিকে তাকাও না কেনো এতে কখনোই সমুদ্র অতিক্রম করা সম্ভব নয়।
যার যোগ্যতা যত কম তার অহংকার ততটাই বেশি।
কাউকে উপদেশ দেয়া সহজ কিন্তু উপায় বলা অত্যন্ত কঠিন।
আমাদের এই প্রার্থনা করা অনুচিত যে বিপদ যেন আমাদের উপরে না আসে। বরং আমাদের এই প্রার্থনা করা উচিত যে আমরা সমস্ত বিপদ কে নির্ভয়ে মোকাবেলা করতে পারব।
তুমি যদি সব ভুলের জন্যই দরজা বন্ধ করে দাও তাহলে সত্য বাইরেই চিরকাল থেকে যাবে।
বিদ্যা আবরণে আর শিক্ষা আচরনে।
বিদ্যা সহজ কিন্তু শিক্ষা কঠিন।
সুখ পথে পড়ে থাকে না
হাতে গড়ে নিতে হয়।
হাসি এবং নীরবতা দুটোই জীবনের ক্ষেত্রে প্রয়োজনীয়। সমস্যা মেটাতে সাহায্য করে হাসি। আর নীরবতা সাহায্য করে সেই সমস্যাগুলোকে এড়িয়ে চলতে।
প্রতিভা সৃষ্টি করে তর্ক করে না।
গতিময় এ জীবনে বাঁচতে হবে প্রাণ ভরে।
হিংসা নয় ঘৃণা নয় ভালোবাসা থাকুক অন্তরে।
পরিচয় সবার সাথে রাখা উচিত
কিন্তু ভরসাটা একমাত্র নিজের উপরে রাখতে হবে।
ইচ্ছাগুলোকে মুক্ত কর উড়তে দাও আকাশে।
লোকের কথায় দিও না তো কান
সে তো রোজই ওরে বাতাসে।
প্রতিটি সকাল শুধু শুভেচ্ছার হয় না
হয় শুভ আরম্ভের ও।
সূর্য আমাদের শিখিয়েছে, ডুবলে উঠতেই হবে।
জীবন যুদ্ধে তারাই যেতে যারা মনে প্রাণে বিশ্বাস করে আমি জিতবই।
আমি সঠিক এবং সাজানো গোছানো জীবন চায়না আমি চাই একটি সুখী জীবন।
আমাদের জীবন হচ্ছে ছোট ছোট আশা নিয়ে বেঁচে থাকা।
যদি আমার জন্য আসো তাহলে শুধুমাত্র আমার জন্যই আসবে।
তার ভেতরে যদি অন্য কেউ থাকে তাহলে দরকার নেই।
হাজার কষ্ট থাকলেও হাসিমুখে সেই কষ্টটা চেপে রাখাটা এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে।
টাকায় ভরে থাকা হাতটার চেয়ে
বিশ্বাসে ভরা হাতটা অনেক বেশি দামি।
বাংলা শর্ট ক্যাপশন বন্ধু
বন্ধুত্ব হোক বা ভালোবাসা
বিরক্ত করা ছেড়ে দাও
গুরুত্ব বুঝে যাবে।
জীবন কি অদ্ভুত তাই না
গুরুত্ব দিলে দূরত্ব বাড়ে।
ভালোবাসাটা অন্যায় নয় কিন্তু বিনিময়ে প্রত্যাশা করাটা
ভুল।
কাউকে ভালোবাসো? তাহলে তাকে প্রকাশ করে দাও যদি প্রকাশ করে দাও একবার তাহলে সে তোমাকে অবহেলা করবে।
জীবনের এমন এক পর্যায় চলছে যেখানে না পারছি কাঁদতে না পারছে হাসতে।
বুকের মধ্যে কষ্ট চেপে হাসিমুখে চলার নামই হয়তো বাস্তবতা।
খারাপ তো তখনই লাগে, যখন প্রিয় মানুষটা বাই বলেও অনলাইনে থাকে।
যাকে অবহেলায় হারালে
তাকে অবেলায় খুঁজো না।
এ জীবনে সবাই ভুলই বুঝবে কিন্তু বুঝবে না।
ভুল বোঝার মানুষের অভাব হবে না কিন্তু সঠিকভাবে বোঝার মানুষের বড় অভাব।
শহরটা তো আগের মতই আছে শুধু বদলে গেছো তুমি।
অনেক অভিযোগ লিখে একদিন অনেক দূরে হারিয়ে যাবো।
আজ তোমায় বড় দেখতে ইচ্ছে করছে। কিন্তু তোমায় যে ডাকা বারণ।
এই নিস্তব্ধ শহরে আমি বড্ড একা।
অচেনা শহরে গাড়ির ঘোড়ার বহরে হচ্ছে তোমার মন ভীষণ করে।
মন খারাপ সবার জন্য হয় না
যার জন্য হয় সেই বোঝেনা।
আজকাল কে রাখে কার খোঁজ
সময় হলে সবাই নিখোঁজ।
কোথাও কেউ ভালো নেই। সবার মধ্যেই আছে হারিয়ে ফেলার যন্ত্রণা।
তুমি বলেছিলে সবাই বদলে যাই তবে আমি বদলাইনি আমি এখনো তোমাকে আগের মত ভালবাসি।
আর কখনো তোমার কাছে জানতে চাইবো না তুমি কি আমাকে ভালোবাসো
পুরনো স্মৃতিগুলো কখনো ভোলা যায় না। আপন হলেও খুব বেহায়া।
বাস্তবে যাকে কখনো ছুঁয়ে দেখা হয়নি। কল্পনায় তাকে অনেকবার জড়িয়ে ধরেছি।
দূরত্ব কখনো গুরুত্ব কমাতে পারে না। তবে মনের দূরত্ব হলে গুরুত্ব কমবেই
মাঝে মাঝে সুখের অন্বেষণে সুখ আসে না।
পরিপূর্ণতার সাধনা যেভাবেই হোক অপূর্ণতার দিকে নিয়ে যাবে।
আমার মনে হয় মাঝে মাঝে আমাদের সুন্দর ভাবে অস্তিত্ব থাকতে হবে এবং অপূর্ণতাকে আলিঙ্গন করতে হবে। ❤
যে ব্যাক্তি বোঝে , সে শোনে,সে বোঝে,ভালোবাসে আর সেই থাকে চিরদিন পাশে🖤✨
একটা সময় খুব বেশি মিশুকে ছিলাম; সময় বুঝিয়েছে আমাকে কিছুটা দূরত্ব বজায় রাখতে হবে।
-অভিশাপ দিলাম ভাই লেখাপড়া করে একদিন
অনেক বড় হবি.!🥺🤲
মানুষ ইচ্ছা করলেই সব কিছু পরিবর্তন করতে পারে না
“নিয়তি” (Destiny) বলতে একটা কথা আছে, আমরা সবাই নিয়তির কাছে সমর্পিত। 🖤
একদিন এই আলো-বাতাসের মায়া কাটিয়ে.
এই জগৎ-সংসারের মায়া কাটিয়ে.
চলে যাব ভাবতেই, চোখ ভরে জল আসে।🍂🖤
আমি নিজেকে লক্ষ্য বার ভাঙবো এবং
তোমাকে গড়ব।♥
আমি নিজেকে অপূর্ণতায় রেখে হলেও
তোমাকেই পূর্ণতা দিতে চাই।🌿
_তুমি কখনোই সবার প্রিয় হতে পারবেনা।
-কারন তুমি একটা মানুষ,
সম্পদ না..!🙂😅
আমি কথা বলতে খুব পছন্দ করি
কিন্তু তাদের সাথেই, যারা আমার কথা শুনতে পছন্দ করে!🖤
চক চক করলেই হয়না সোনা।
ভালোবাসি তোমার আকাশের মত যার কোনো শেষ নেই♥
বুঝবে তুমি একদিন কত ভালোবেসেছিলাম তোমাকে
সেদিন তুমি ভিশন ভাবে
চাইবে শুধু আমাকে।
ছেলেরা যখন পুরুষ হয়ে উঠে,
তখন তারাও বাবার মতো নিজের জন্য কেনা কাটার কথা ভাবতে ভুলে যায়!😅💔
আমাকে নিয়ে এক লাইন বলুন,যা ইচ্ছা হয় তাই বলুন,কোনো
আভিযোগ থাকলে তাও বলুন,শুধরানো প্রয়োজন..! 🙂💝
ছোটবেলা ১০ টাকার জন্য
মায়ের পিছনে ঘুরঘুর করতাম
এখন পকেটে হাজার টাকা থাকে
১০ টাকার মজাটা নেই।
আমি তো কিছুই পাওয়ার যোগ্য নয়, তবুও আমার আল্লাহ আমাকে কত নেয়ামত দিয়েছেন।
আলহামদুলিল্লাহ❤🩹
ইনশাআল্লাহ একদিন সব স্বপ্ন পূরণ করবো!🤍🌸
রমজানে কারো পরিবর্তন দেখে হাঁসি ঠাট্টা করবেন না, রমজান আসে’ই সবার পরিবর্তনের জন্য !💗😊
ইফতার এর আগে যেসকল ছেলেরা নিজের মা’কে রান্নার কাজে সাহায্য করে তারাই প্রকৃত ম্যাচিউর!💗🫶
পড়ালেখা কোনো কঠিন বিষয় না😱
– কঠিন বিষয় হলো!
মোবাইল রাইখা পড়তে বসা🐸
***_জীবনের ৩টি কথা কখনো!♦ কাউকে বলতে নেই __♦🤗😔 (১)? (২)? (৩)? ♠_যেহেতু বলতে নেই তাই আর বললাম না ___♠🙄🥱
কাউকে বেশি মূল্য দিলে
নিজের মূল্য কমে যায়
এটাই সত্যি 💘
তোমার ওই হাসিতে দুটি চোখের ভাষাতে কত রঙিন ছবি আঁকে মন।
আমি আমার মত
কারো মত নয়।
সুখ সুখ বলে মন
কেনো হও ব্যাকুল
সুখ তো পাবেনা কোথাও
চাওয়াটাই তো ভুল।
যাকে নিয়ে করলে খেলা
দিলে এই অবহেলা
সেই দেবে চাঁদের আলো
ঘনাবে যখন সন্ধা বেলা।
আমাকে আমার মত করেই থাকতে দাও
আমি নিজেকে নিজের মত
মানিয়ে নিয়েছি।
bangla caption for facebook 2024
দেবোনা কোনো দোষ তোমাকে যদি আমাকে ভুলে যাও
চাইবো শুধু যেখানেই থেকো
সারাজীবন যেনো সুখ পাও।
পৃথিবীর কেও ভালো তো বাসে না
পৃথিবীর কেও ভালোবাসতে জানে না।
মানুষকে মনের অনুভূতি জানানোর থেকে
ডাইরিতে লিখে রাখা ভালো।
আমি কখনোই একা নয় সব সময় আমার সাথে একাকীত্ব রয়েছে।
আমি তোমার মত অতটা সুন্দর না তবে আমি আমার মত করে সুন্দর।
আফসোস করার থেকে
ঝুঁকি নেয়া উত্তম।
সান্তনা সবাই দিতে পারে
কিন্তু সঙগ কেউ দেয় না।
সবাই তোমাকে যে বুঝবে
এটা মনে করো না।
কত স্বপ্ন ভেঙে যায় নিমিষেই শুধুমাত্র পরিস্থিতির কবলে পড়ে।
প্রতিনিয়ত খুঁজে বেড়াই নিজেকে
হারিয়েছি দুঃখের আঁধারে।
তারাই হয় প্রিয়জন যারা দুনিয়ায় নয় শুধু আপনাকে কবরের সময়ও সঙ্গ দেবে।
ধরে রাখা কঠিন কোন কিছু পাওয়ার চেয়ে।
আমরা প্রত্যেকেই হয়তো কারো না কারো গল্পে একটি বিরক্তিকর চরিত্র।
যদি এক নারীতে আসক্ত হতে চাও তাহলে গাজার দামটা আগে ঠিক করে জেনে নিও।
আমার চাওয়া গুলো খুবই অল্প
তবুও প্রতি চাওয়াতেই থাকে না পাওয়ার গল্প।
তুমি ব্যস্ত উপন্যাসের নতুন চরিত্র খুঁজতে
আর আমি এখনো তোমার প্রতি ই অভ্যস্ত।
চোখে আড়াল হতে দিও না যাকে ভালোবাসা তাকে
মানুষ মানুষের চেহারা দেখে মুগ্ধ হয় আর আমি তো তোমার মায়াতে মুগ্ধ হয়েছি।
জীবন তো তখনই সুন্দর যখন সকল পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেয়া যায়।
ব্যর্থতা এমন একটি জিনিস যা মানুষকে সঠিক পথ চিনতে শেখায়।
ছোট্ট একটা খারাপ অতীতের জন্য মানুষ ভয় পায় দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে।
যার কাছে শান্তি মেলে তার কাছেই যেন ঠাই হয়। পূর্ণতা পাক সকল ভালোবাসা।
প্রজাপতি তুমি ছুয়ে দিও তাকে
আমি প্রতিনিয়ত অনুভব করি যাকে
হাত ধরে তোমার হেঁটে যাওয়ার সমুদ্রের ঐ তীরে
এটাই আমি স্বপ্ন দেখেছি শুধু তোমাকে ঘিরে।
মোবাইলও এখন আমাকে সন্দেহ করে।
চোখের ক্ষতি হয় নাকি বেশি ফোন ইউজ করলে
এই কারণেই তো আমি একটা বেশি ফোন ব্যবহার করি না।
প্রেম করার প্রসঙ্গ যখন উঠে কেউ আমাকে চোখেই দেখেনা ধুর ভালো লাগে না কিছু।
গুগলি তে সার্চ দিয়েছিলাম যে প্রেম করতে চাই
google উত্তরে বলল ওয়েলকাম টু বাঁশ বাগান এটা কোন কথা।
লাভটা কি গণিত বই পড়ে যেখানে কিভাবে তাড়াতাড়ি বিয়ে করব তার কোন সূত্র নেই।।
দেখতে দেখতে সবার কাপল পিক
যাচ্ছি ডিপ্রেশনে র নানান দিক।
বড়লোক শ্বশুর ছাড়া জীবনে তেমন কিছু চাওয়ার নেই।
তোমার আগামী দিনের পথ চলা সুন্দর ও প্রাণবন্ত হোক।
তোমার প্রত্যেকটা দিন হোক চাঁদের আলোয় উদ্ভাসিত।
পরম আল্লাহ তা’আলা তোমার জীবনে প্রতিটা দিন খুশি নিয়ে আসুক।
প্রতিটা দিন তোমার জীবনে সাফল্য আসুক।
তোমার এই বিশেষ দিনে ঈশ্বর তোমার আনন্দ এবং সুখ দান করুক। তুমি আমার কাছে এক বিশেষ উপহার সবকিছু থেকে সেরা। তোমার চারিদিকটা যেন হয় সুখ দিয়ে ঘেরা।
আমাদের জীবন থেকে আরেকটা বছর চলে গেল পাওয়া না পাওয়ার হিসাবটা আর মিলানো গেল না।
পুরনো অতীতকে নিয়ে আফসোস না করে নতুন কিছু নিয়ে ভাবায় সুন্দর জীবন।।
কারো মনের মত হওয়ার জন্য জন্ম নেইনি, নিজের মতো বাঁচার জন্য জন্ম নিয়েছি।
মন আর মস্তিষ্কের যুদ্ধে কিছু অনুভূতি নির্যাতিত।
আই উইশ যদি কোথাও হারিয়ে যেতে পারতাম।
যে যেমন তার চিন্তাধারাও তেমন হবে,এটাই স্বাভাবিক… 🖤🥀
জেদ বজায় রাখাই ভালো, কিছুটা হলেও সম্মান পাওয়া যায়। আত্মসম্মান হারিয়ে দেখেছি একদম স্বস্তা আর মূল্যহীন হয়ে যেতে হয়… 😢
তাদের মধ্যে আমিও একজন; যারা সম্পর্ক বাঁচিয়ে রাখতে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে.!🙂🥀
বিশেষ একজেনর অভাব অন্য জনকে দিয়ে পুরণ হয়না।
যে যেমন তার চিন্তাধারাও তেমন হবে,এটাই স্বাভাবিক… 🖤🥀
পৃথিবীর সব মানুষ সবাইকে ক্ষমা করে দিলেও আমি তাকে ক্ষমা করবোনা।
সে আমাকে ঠকিয়েছে তা সত্যেও তারে মাফ করে দিয়েছি কারণ সে আজীবন ভালো থাকুক ।💔
সব কিছুর মাফ হয় কিন্তু বেঈমানীর মাফ হয় না,,🥀💔
ক্ষমা তো আমরা নিজেকেই করার যোগ্যতা রাখি না । অন্যদের কিভাবে করবো।
শিক্ষার থেকে অভিজ্ঞতা অনেক বড়। কারণ শিক্ষা ১০ বছরে যেটুকু শেখায় অভিজ্ঞতা 10 দিনে তার থেকে বেশি শেখায়।
হয়তো প্রতিটা সিলেকশনই ভুল ছিল, তাই হারিয়েছেন।এখনো পুরোপুরি সঠিকটা চিনে উঠতে পারেননি… ভাগ্যের বিপরীতে কিছু চাইলেই সেগুলো জীবন থেকে এমনভাবে হারিয়ে যায়…🥀
সত্যিই যেটা চাওয়া হয় সেটা কখনোই পূরণ হয় না !!😅🥀
অতিরিক্ত কষ্টে মানুষ নষ্ট হয়।
যাকে আমি কাজ বাদ দিয়ে সময় দিতাম আজ আমার কোন কাজের তার কোন সময় নেই।
তোমার উপস্থিতি যেখানে অন্য কারো বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তখন সেখানে না থাকাটাই শ্রেয়।
মানুষ পৃথিবীতে দুই ধরনের রয়েছে কিছু মানুষ শুধু দোষ দিয়ে যায় আর কিছু মানুষ নিরবে সয়ে যায়।
প্রত্যেক জিনিসের নিজস্ব মান রয়েছে। তাই কাউকে অবহেলা করা উচিত নয়।
যারা বুদ্ধিমান তারা কখনোই প্রতিশোধ নিই না তারা চুপ করে হেসে বেরিয়ে আসে।
কাপুরুষরা সৌন্দর্যে আটকায়
কু নারী আটকায় অর্থে
আটকাই মানুষ মায়ায়
সাথে অমানুষ আটকায়।
কাউকে যদি ভালোবাসো তাহলে এমন ভাবে ভালোবাসো যেন বিচ্ছেদের পরেও সে বলে যে তোমার মত কেউ তাকে ভালোবাসে না ই
আমার ঘনিষ্ঠ মানুষ যদি অন্যের ঘনিষ্ট হয় তাহলে আমি তার সাথে যোগাযোগ কমিয়ে দেই।
দুঃখ কষ্টগুলোকে সময় কখনো ভুলিয়ে দেয় না শুধুমাত্র মানিয়ে নেয়া শিখিয়ে দেয়।
যদি বিশ্বাসে কখনো আঘাত লাগে তাহলে সেই ক্ষত কখনো পূরণ হয় না।
বড় হয়ে আমরা মানুষ চিনি না বরং মানুষকে বুঝতে শিখি।
নির্দিষ্ট একটা বয়সের পর সেই ঈদের শপিং করার ইচ্ছা আর জাগে না তখনই মনে হয় যে আমরা হয়তো বড় হয়ে গেছি।
এই ডিজিটাল যুগে এসেও যারা মাথায় ও বুকে ওড়না দিয়ে চলাফেরা করে তাদের প্রতি বিগ রেসপেক্ট।
যে মানুষটি তোমাকে সত্যিকারের ভালবাসবে সেই মানুষটি তোমার অপেক্ষায় থাকবে অপেক্ষায় রাখবে না তোমাকে।
যতটুকু দেখতে পাও ততটুকু পর্যাপ্ত নয় তার থেকেও বেশি ভালোবাসি তোমাকে।
প্রত্যাশা কমতে কমতে এমন হয়েছে যে আজকাল মহান স্রষ্টার কাছেও কিছু চাইতে ইচ্ছা করে না মনে হয় লাগবে না সব ঠিক আছে।
তোমার চেনা ঠিকানায় ফিরব না আর কোনদিন।
bangla short caption 2024
গরমে সবই গলে যাচ্ছে শুধু তুমি আর তোমার মন ই গলছে না।
সুখ খুঁজতে খুঁজতে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার নামই জীবন।
আলোকিত শহরে আমি এক অন্ধকার ছায়া।
কোন কিছু যদি হারিয়ে যায় তখন যতটা কষ্ট লাগে তার থেকে বেশি কষ্ট লাগে যখন কিছু চেনা মানুষের কথার ধরন বদলে যায়।
কিছু কিছু সময় জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চুপ থাকা ছাড়া আর কোন উপায় থাকে না।
গল্পের মত সুন্দর কখনোই বাস্তবতা হয় না। সুন্দর গল্পে বাস্তবতার সাথে মিল ও পাওয়া যায় না।
বলতে পারবে ভুলটা কোথায় তোমাকে অতিরিক্ত ভালোবাসায় নাকি তোমাকে অতিরিক্ত বিশ্বাস করাই।
যখন মানুষের অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরনো মানুষকে ভুলে যায়।
এই শহরে ভালোবাসা যাবে
কিন্তু ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার প্রত্যাশাটা করা যাবে না।
খুব জানতে ইচ্ছে করে আমি কেমন মানুষ হলে আমি তোমার মনের মত হতাম।
চাওয়ার কোন শেষ নেই।
আর পাওয়ারও কোন সময় নেই।
মাথা ভর্তি টেনশন চোখ ভর্তি স্বপ্ন জীবনে এভাবেই চলছে।
ছোট্ট ছোট্ট গল্পে
অল্প অল্প লেখা
আমার উপন্যাস জুড়ে
আমি বড্ড একা।
সময়টা এখন খুব খারাপ যাচ্ছে
ইনশাল্লাহ একদিন আল্লাহ ভালো সময় দিবে।
রাতের ঘুমটাও বেইমানি করে যখন সময় খারাপ হয়।
আজ নিরবে একাকী মন
খুঁজে তোমায় অনুভবে।
খিলাড়ি প্রেম খুঁজে ঠিকানা
আকাশে মেঘ আছে বোঝো কিনা।
সমুদ্র সৈকত ডাকে আয় কাছে আয়।
সময় যখন মরুর ঝরে
এ মন হারায় কেমন করে
আমি তখন দুজন ধরে একাকীর সঙ্গে মৌনতা।
কল্পনারী আকার জোরে নানা রঙের লোকের ফিরে দুচোখ বুজেও স্বপ্ন নীড়ে দীপান্বিতা।
ফুল শুধুই সৌন্দর্য ছড়াই না
মাঝে মাঝে কিছু সুন্দর মুহূর্ত ও স্নিগ্ধতা আমাদের উপহার দিয়ে যায়।
প্রত্যেকটি ফুলই প্রকৃতিতে পুষ্পিত একটি প্রাণ।
প্রত্যেকটি ফুলের মধ্যেই রয়েছে সৌন্দর্য বিরাজমান।
ফুল মানেই একরাশ মুগ্ধতা।
কাউকে ফোন না দিয়ে একটা গাছ উপহার দিন দেখবেন ফুল শুকিয়ে যাবে বা ঝরে যাবে কিন্তু গাছটা নতুন নতুন ফুল এবং ফুলের সুবাস দিয়ে যাবে।
ফুল ফুটুক আর নাইবা ফুটুক আজ বসন্ত।
আসলো শরৎ বাজেলো কানে আগমনী সুর।
চারিদিকে কাশফুল যেন
বড়ই সুমধুর।
গাছে গাছে শিউলি ফুল চারিদিকে ফোটে নানান রকম পাখিরা যেন ডানা মেলে ছোটে।
অতীতের কথা ভেবে তোমার বর্তমানটাকে নষ্ট করোনা। অতীত হলো ঝুঁড়ে যাওয়া একটি পুষ্প। ঝরে যাওয়া পুষ্প কখনোই সুগন্ধ বয়ে আনতে পারে না।
কিছু মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল হচ্ছে শিউলি ফুল।
চোখের শান্তি 🌺 পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার হচ্ছে ফুল।
রাগ হলে ফুল দিও প্রিয়।
১৪ ই ফেব্রুয়ারিতে কেউ যদি আপনাকে ফুল উপহার না দেয় তাহলে মন খারাপ করবেন না ভাববেন আপনি নিজেই একটা ফুল।
চাইলেই কি খুঁজে পাবো সেই ছোটবেলা স্মৃতি দিয়ে গড়া সেতো আবেগ দিয়ে ভরা।
বন্ধুরা সব ব্যস্ত এখন
নিজেই নিজের কাজে
আমি এখনো খুঁজে বেড়াই
সেই স্মৃতির ই মাঝে।
জীবনের নাম যদি রাখা হতো ভুল
স্মৃতির পাতায় নাম তবে বেদনার ফুল।
তোমার মনের শহরকে রাঙাতে একগুচ্ছ ফুল নিয়ে হাজির হব আমি।
সস্তা নই আমি সাধারণ হতে পারি।
হতে পারে কারো চয়েস কিন্তু অপশন কখনোই নয়।
কোন ব্যক্তির অ্যাটিটিউড দেখার সময় আমার নেই
থাকলে হয় না থাকলে গুডবাই।
এত বাহানা না দেখিয়ে থাকার হলে থাকিস না হলে নিজের রাস্তা দেখিস।
আমি শুধুমাত্রই আমি কারো তুলনা করতে এসো না আমার সাথে।
যে বা যারা আমাকে এড়িয়ে চলে
আমিও তাদের ছায়ার উপর দিয়েও হাটি না
মানুষের সমালোচনা উপেক্ষা করেই চলা উচিত। কারণ দিনশেষে আমি ই আমার। কেউ এগিয়ে আসবে না
লবণের মতো হতে হবে কাউকে প্রয়োজনের থেকে বেশিও মেশা যাবে না আবার কমও না পরিমিত হতে হবে।
আমি কারোর মত না আমি আমার নিজের মতো।
পরিশ্রম মানুষের জন্য সৌভাগ্য বয়ে আনে। একজন ব্যক্তি তখনই পরিশ্রম করতে চাই যখন সে স্বপ্ন দেখে।
প্রত্যেকটা মানুষের মনে হয় প্রেমে পড়ার সময় তার সমস্ত আয়োজন নিয়ে প্রেমে পড়ে।
যে হৃদয় শুদ্ধ হয় বিরহের পরশপাথরে সহজে সে হৃদয়ে কোন কষ্ট দুঃখ বিষন্নতা বাসা বাধতে পারে না।
প্রত্যেকটা মুহূর্তই আমাদের জীবনের এক একটা স্মৃতি বহন করে চলেছে।।
পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো পরিবারের সবার সাথে মিলে একসাথে মজা করা হাসাহাসি করা।
প্রেম পূর্ণতা তখনই পাই যখন সেই প্রেমের মধ্যে অপ্রাপ্তি আর বিরহ থাকে।
একটা মানুষ সম্পর্কে সমস্ত কিছু জানা হয়ে গেলে তার প্রতি আর কোন আগ্রহ থাকে না।
চাকরি এমন একটি কাজ যখন আপনি এটা করা শুরু করবেন তখন দেখবেন নিজের ইচ্ছা বলে কোন জিনিস থাকবে না।
চাকরি মানে হচ্ছে অর্থের জন্য নিজের স্বাধীনতা এবং মূল্যবান সময় অন্যের হাতে তুলে দেয়া।
জীবনের সফলতা গড়ে ওঠে পরিশ্রমের উপর ভর করে।
আধুনিকতার এই যুগে আমাদের সবারই অনুভূতির ধীরে ধীরে মৃত্যু হয়ে যাচ্ছে।
যে হৃদয় কখনো দুঃখ পায়নি সে হৃদয় কখনো বুঝবে না পেয়ে হারানোর যন্ত্রণা কি হতে পারে।
আজকের একটি দিন যে দিনটি পরিশ্রম করবেন সেদিনকে আগামী তে স্বস্তিদায়ক দিন হতে পারে
ব্যস্ততার আড়ালে লুকিয়ে রাখা মানুষটাও রাতে আধারে ভীষণ একাকী ফিল করে।।
পৃথিবীতে প্রত্যেকটা জিনিসই চলমান প্রক্রিয়ায় থাকে কারণ গতির জীবনের স্থিতি।
মানুষ তার কর্মের দ্বারাই অনন্তকাল বেঁচে থাকতে পারে।
ভালোবাসা কি জানো ভালোবাসা হলো অন্ধকার ঘরে ফুল খুঁজে বের করার মত অবস্থা।
যার জীবনে কোন স্বপ্ন নেই সে ব্যক্তি জীবন থাকতেও মৃত।
অভিমানে কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে ভেবে নিও সে হয়তো তোমাকে আড়ালে মিস করে। আর যদি কেউ তোমাকে না দেখে চোখের জল ঝরায় তখন ভেবে নিও সে তোমাকে ভালোবাসে।
তোমার চোখে অনন্ত মায়ায় ডুবে যেতে চাই হাজার বছর।
সম্পর্ক যেটাই হোক না কেন মন খারাপের সময় যাকে পাশে পাওয়া যায় প্রিয় মানুষ তো সেই হয়।
কিছু কিছু এমন অনুভুতি আছে যেটা কখনো প্রকাশ করা যায় না।
মেসেজ টাইপিং করেও আবার শেষ পর্যন্ত মুছে ফেলতে হয়।
Bangla Caption For Facebook ফেসবুকের জন্য বাংলা ক্যাপশন
ভালোবাসা হচ্ছে এমন একটি জিনিস যা দূরে থাকুক বা কাছে থাকুক সেটা ম্যাটার করে না দূরে থেকেও ভালোবাসা যায়।
রাগী মানুষ সব ভালবাসতে পারে এবং তাদের ভালবাসার সুন্দর। সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না।
সত্যিকারের ভালোবাসার মানুষের বিশ্বাসী মানুষ খুঁজে পাওয়া সত্যিই খুব কঠিন।
তুমি আমার জীবনের একমাত্র অক্সিজেন।
মাঝে মাঝে ভালো থাকার জন্য ছোট ছোট জিনিস ত্যাগ করতে হয়। সবাইকে ছেড়ে দিয়েও একা থাকা উচিত।
বদলাই তো প্রত্যেকটা মানুষই হয়তো অভাবে বদলায় নয়তো কোন আঘাতে।
হয়তো কোন কারনে নয় তো কারো জন্য মানুষ তো পরিবর্তন হয়েই যায়।
আপনি সব সময় সুন্দর সঠিক মানুষের চোখে।
যদি কারো হৃদয় স্পর্শ না করে তোমার মন খারাপ। তবে তুমি হাসতে শিখে নিও।
মরতে রাজি তোমার শূন্যতায়। কিন্তু কখনোই তোমাকে দিয়ে শূন্যতা পূরণ করতে রাজি না।
নিঃসঙ্গ বিকেলের মত হয়ে গেছি। রোজাকে ছেড়ে পালিয়ে গেছে।
পরিস্থিতি গুলো এখন সাদা কালো হয়ে গেছে তবে স্বপ্নগুলো রঙিন ই রয়েছে।
তোমায় খুঁজে চলেছি এখনো কোন গল্পের শহরে কিংবা কোনো অলি গলি মোরে।
যে বা যারা হাসিমুখে আপন করে নেবে আমার দুর্বলতা গুলোকে তাহার ভালো থাকার সকল দায়িত্বই আমি নেব।
কষ্টগুলোকে কখনো অবহেলা করবেন না যত্ন করুন এমনও তো হতে পারে যে এই কষ্টের ভুলের মধ্যে দিয়ে একদিন আপনি সুখ খুঁজে পাবেন।।
আমি সেই পাখিটার মত যার গোটা আকাশ জুড়ে তুমি বিরাজমান।
তোমাকে ধরবো ভাবি কিন্তু মন বলে সাধ্য নেই। তুমি তো হবে না আমার আমি না হয় তোমার হই।
তোমার দেয়া অবহেলা টা আমার কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে কখনো যদি হঠাৎ ফিরে আমাকে দেখতে পাও তাহলে মুখ ফিরিয়ে নিও।
যখন কোন ব্যক্তিকে বোঝানো যায় না তখন নিজেকেই বুঝিয়ে নিতে হয়।
মানুষ ভুলে যায় দাম্পত্য একটা আর্ট। প্রতিদিন সেটাকে নতুন ভাবে সৃষ্টি করতে হয়।
খুশী ভাগ করলে দুইটি জিনিস লাভ হয় একটি হচ্ছে প্রেম আর অপরটি হচ্ছে জ্ঞান।
অক্ষম এর লোভ কেমন জানো এই লোভ হল আলাদিনের প্রদীপের গুজব শুনলে লাফিয়ে ওঠে।
আমরা প্রত্যেকে সময়ের সমুদ্রে আছি কিন্তু আমাদের এক মুহূর্ত সময় নেই।
দুর্বল রা কখনো সুবিচার করতে সাহস পায় না।
মেয়েদের সম্মান মেয়েদের কাছে সবচেয়ে কম অর্থাৎ মেয়েদের সম্মান মেয়েরাই কম দেয়।
যে নিজের অজ্ঞতা জানেনা তার মত অজ্ঞান আর কেহ নহে।
সবাইকে খুশি করার জন্য তুমি তো পৃথিবীতে আসনি তাই ভালো থাকার জন্য তোমাকে একটু স্বার্থপর হতেই হবে।
এখনকার মানুষদের ফেমাস ওষুধ দুইটা
একটা হচ্ছে নাপা
আরেকটা হচ্ছে ummmah
নিজেরই নাই কোন চরিত্র
আবার বউ খুঁজছে পবিত্র।
বিকেল দিও একমুঠো
দিও কিছু সন্ধ্যা
তুমি আমার গোলাপ ফুল
তুমিই রজনীগন্ধা।
পাওয়ার ভাগ্যটা না থাকলেও ভালোবাসার অধিকার পৃথিবীতে সবারই আছে।
কোটি কোটি মানুষের মধ্যে তোমাকে ভালোবেসেছিলাম। সেই তোমাকেই যদি না পাই। তাহলে অভিযোগ থাকবেই।
যতটা আমি মিশতে পারি সবার সাথে
ততটা আঘাত পেলে দূরেও যেতে পারি।
বাংলা শর্ট ক্যাপশন কষ্টের
বদনাম যদি হয় তবে হোক আরো
আর নই এখন আমি কারো।
আমার প্রতি তার মুগ্ধতা কেটে গেছে এই জন্য সে এখন অন্য কারোর।
মৃত্যু অপেক্ষমান।
আই উইশ মৃত্যুটা যেন হঠাৎ করেই হয়।
পৃথিবীতে দুঃখ চুরি হয় না রাত প্রহরীরা ঘুমিয়ে যাও।
হয়তো পুরনো ছবিতে আমি সুন্দর ছিলাম না কিন্তু আমি সুখী ছিলাম।
নিজের ক্ষতি নিজে করেছি, এটা ছাড়া আর উল্লেখযোগ্য তেমন কিছুই করা হয়নি এ জীবনে।।
যে মানুষটা আমার ছোট ছোট রাগের কারণে আমাকে ছেড়ে চলে যায় সে চলে যাক। আর যে মানুষটা আমার হাজারটা রাগের মধ্যেও ভালোবাসা খুঁজে নাই আমার রাগকে মানে নাই সেই মানুষটাই আমার হোক।
সম্পর্ক পূরণ হলে ভালোবাসা নাকি কমে। অথচ সম্পর্ক যত পুরনো হচ্ছে তোমার প্রতি দ্বিগুণ হচ্ছে আমার ভালোবাসা।
মাঝে মাঝে বেহায়া হয়েও থাকি শুধুমাত্র তোমাকে ভালবাসি বলে।
তুমি হাজার অপমান করা সত্ত্বেও আমি তোমার কাছেই ফিরে আসি কারণ আমি তোমাকে ভালোবাসি।
ভুল করলে যারা শাসন করে তারা কখনো ছেড়ে যায় না আর যারা ছেড়ে যায় তারা কখনো ভালোই বাসেনা।
একটাই আমার জীবনে চাওয়া
আমার প্রিয় মানুষটা কখনো যেন আমাকে ছাড়া অন্য কারো প্রতি আসক্ত না হয়।
আমার আত্মসম্মানে যদি কখনো আঘাত দিয়ে কথা বলো তাহলে কখনোই তোমার দিকে ফিরে তাকাবো না।। তাতে যতই তুমি আমার প্রিয় মানুষ হও না কেন।
কিছু না পাওয়ার শূন্যতা যদি জীবনে না থাকে তাহলে বেঁচে থাকার অর্থটাই বা কি?
এক সময় আমিও প্রানবন্ত মানুষ ছিলাম। শুধুমাত্র একজনের সাথে পরিচয় হওয়ার পর নিজেকেই হারিয়ে ফেললাম।
সময়ের সাথে সাথে ও কিছু মানুষের ভালোবাসা কমতে থাকে।
কখনো কখনো মানুষ দূরে যাওয়ার জন্য খুব কাছে আসে।
গুরুত্বহীন সম্পর্ক থেকে যখন অপমানিত হওয়া লাগে তখন মনে হয় আত্মসম্মান নিয়ে একা থাকাও শ্রেয়।
তোমাকে আমি ভালোবাসি। তাই তোমার দেয়া কষ্টগুলো কেউ আপন করে নিয়েছি।
দিনশেষে তোমার শূন্যতা আমাকে অনেক কাঁদায়। আমাকে গভীর কষ্ট অনুভব করায়।
পৃথিবীতে সবচেয়ে মারাত্মক জিনিস হচ্ছে মায়া। কারণ কারোর মায়ায় একবার পড়লে তাকে ভুলে থাকা কখনোই সম্ভব না।
আমি ডুবে চলেছি তোমার অনন্ত মায়ায় ।
তোমার চেহারার থেকে তোমার কথায় মায়ায় আমি বেশি জড়িয়ে গিয়েছি।
যতদিন তোমার সুদিন থাকবে ততদিন তোমার বন্ধু-বান্ধব প্রিয়জন আত্মীয়-স্বজন থাকবে। আর যখন তোমার কোন বিপদ হবে তোমার কোন অর্থ থাকবে না তখন দেখবে কেউ পাশে নেই এটাই জীবন।
এক বুক কষ্ট নিয়ে সবার সামনে হাসিমুখে থাকার নামই হয়তো জীবন।
ভালোবাসা এমন একটা জিনিস সেখানে যদি যোগাযোগ না হয় অনুভূতি যদি থাকে তাহলে ভালোবাসা কখনো হারায় না।
সব কথা ভুলে যাওয়া উচিত নয় কিছু কথা সময় বুঝে ফেরত দেয়ার জন্য হলেও মনে রাখতে হয়।
সে যতই অন্যায় in কখনো ঘৃণা করা যায় না।
একা থাকাও জীবনে শিখতে হয় কারণ জীবনে যখন কঠিন পরিস্থিতি আসে তখন একাই সময় কাটাতে হয়। কেউ পাশে থাকে না।
হারিয়ে কিছুই যায় না শুধুমাত্র সৃষ্টিকর্তা সরিয়ে নেয়। এর থেকেও উত্তম কিছু দেওয়ার জন্য।
একা থাকাও জীবনে শিখতে হয় কারণ জীবনে যখন কঠিন পরিস্থিতি আসে তখন একাই সময় কাটাতে হয়। কেউ পাশে থাকে না।
হারিয়ে কিছুই যায় না শুধুমাত্র সৃষ্টিকর্তা সরিয়ে নেয়। এর থেকেও উত্তম কিছু দেওয়ার জন্য
এখন আর কারো প্রতি অধিকার খাটায় না আর তর্ক ও করিনা। কারণ এখন চুপ থাকতে শিখে গেছি।
দুনিয়ায় কাঁদানোর মানুষের অভাব নেই কিন্তু মুখে হাসি এনে দেয়ার মানুষের খুব অভাব।
দুনিয়ার সকল শক্তিকে হার মানায় ভালবাসার শক্তি। যে ব্যক্তির একজন ভালোবাসার মানুষ আছে সেই ব্যক্তির মত শক্তিশালী বোধহয় কেউ নেই।
স্বপ্ন তো ছিল অনেক কিন্তু বাস্তবতার ভিড়ে হারিয়ে গেছে।
অসাধারণ তো সেই ব্যক্তি যে সাধারণের মধ্যেও সাধারণ।
বাংলা শর্ট ক্যাপশন ফানি
কিছু শূন্যস্থান শূন্য থাক আজীবন তবুও যেন ভুল মানুষের দ্বারা সেই শূন্যস্থানটা পূর্ণতা না পাই।
তুমি যদি ভেঙে পড়ো
তাহলে গড়ে দেয়ার দায়িত্ব আমার।
একটি ফুলের কারণে অনেক সময় নষ্ট হয় সেটা শুধুমাত্র একমাত্র ফেলে আসা দিনগুলোই জানে।
তুমি কখনো নাওনি আমার খোঁজ
ঠিক আছে, তবুও তুমি ভালো থেকো রোজ।
খুব সাধারন একটা মানুষ হতে চাই সাধারণ হলে কেউ ভালো না বাসুক অত্যন্ত ঘৃণা যেন না করে।।
জীবনে খারাপ সময় আসলে কখনো হতাশ হবেন না। কারণ খারাপ সময় আসে আমাদের আত্মবিশ্বাস পরীক্ষা করার জন্য।
জীবন হচ্ছে একটি কঠিন পরীক্ষা। যেটাই আমরা পাশ করার জন্য সংগ্রাম করতে প্রস্তুত।
আপনার দুর্বলতা আপনার শত্রুর জন্য সফলতা বয়ে আনতে পারে।
কখনো কখনো শত্রুর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে ও তাকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে সফলতা অর্জন করা যায়।
ভুল এমন একটা জিনিস যেটার থেকে শিক্ষা নিলে আপনাকে উন্নতির পথে নিয়ে যেতে পারে।
কিছু মানুষ তোর জীবন থাকতেও মারা যায়। তারা শুধু কেবল তাদের পিতা-মাতার সুখের জন্য বেঁচে আছে। তবে তাদের মনের মৃত্যু অনেক আগেই হয়ে গেছে।
যতই দূরত্ব হোক না কেন স্পর্শ না অনুভবেও ভালোবাসা যায়।
আসলে আমি তাকে বিশ্বাস করেছিলাম সে আমার বিশ্বাসটা রাখতে পারেনি।
আরে এত চাপ নেয়ার কিছু নেই কিছু মানুষ সারা জীবন সুন্দরভাবে চলে।
জীবন নিয়ে সেরা প্রোফাইল পিকচারের ক্যাপশন
আমার সারা জীবন আফসোস থেকে যাবে আমি তোমাকে পেয়েও পেলাম না।
কে জানে হয়তো নিজেকে বাঁচানোর জন্যই আত্মহত্যা করে মানুষ।
ভাবছি এবার শেষ করে কবিতার শেষ অংশ
পাখিরা কি আজ হল নির্বংশ।
বউয়ের জন্য আইসক্রিম কেনা মসজিদের টাকা দেয়ার থেকেও উত্তম।
শুধু পায়ে পড়াটাই বাকি ছিল রেখে দেয়ার জন্য। তাছাড়াও সব চেষ্টাই করেছিলাম।
আমি ছাড়া অন্য কোথাও যদি তোমার আনন্দ হয় তাহলে আমার দুঃখ লাগে।
মানুষ কখনো ব্যর্থ হয় না হয়তো শিখবে নয়তো জিতবে।
তোমাকে না হয় তুমি ঋণ হিসেবেই নিও।
দুঃসময় কেটে গেলে ফেরত দিও।
বাংলা শর্ট ক্যাপশন কবিতা
খারাপ সময় বেশি স্থায়িত্ব থাকে। ভালো সময় তো উপলব্ধি করার আগেই শেষ হয়ে যায়।
নিজের দুঃসহ স্মৃতি মনে করে সেই নাম ধরে কাছের লোকদের চিনে রেখেছি।
জীবনে এমন কিছু বন্ধু থাকা প্রয়োজন যারা সুখ-দুঃখ হাসি কান্না ভালো মন্দ সবকিছুতেই পাশে থাকে।
যারা মন খারাপ বুঝে আমাকে হাসানোর চেষ্টা করে তারাই শ্রেষ্ঠ বন্ধু।
যারা জীবনের সঠিক মানুষ হয় তারা কখনো পালানোর অজুহাত খুঁজে না বরং সকল পরিস্থিতিতেই পাশে থাকে।
একজন তেলমারা ফালতু বন্ধু থাকার চেয়ে আন্তরিকতা সম্পন্ন বন্ধু থাকা ভালো।
ক্ষমা চাইলেই কি সবকিছু মাফ হয়ে যায় হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না।
পরিস্থিতি আর পরিবেশের জন্য অনেক ইচ্ছা আর স্বপ্ন কখনোই পূরণ হয় না।
মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে কয়েক মিনিট সময় লাগে।
আপন মানুষের অভাব নেই কিন্তু ব্যথা বোঝার মত মানুষ নেই।
পুরুষ মানুষের ঈদের বাজেট হচ্ছে পরিবারের সবার মুখে হাসি ফুটানো।
একটা নারীর কষ্ট কখনো মাপতে যেও না
কারণ তারা সেই বাড়িতেই এক সময় অতিথি হয় যে বাড়িতে তারা জন্ম নেয়
বয়স যত বাড়ছে
মনের ভাব প্রকাশ করার মত মানুষও কমে যাচ্ছে।
মনে হয় আমি নিঃসঙ্গ আমার কেউ নেই।
মানুষ শুধু ব্যাথায় না কথাই ও মরে।
কোথায় যে ব্যথা সেটা শুধু আঘাত প্রাপ্ত মানুষরাই জানে।
একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে যে পথ চেনা হয়ে যায়
কিন্তু মানুষদের যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দায়।
সমস্যা কোথায় জানেন? ঠোকর খেয়েও আবারো ফিরে ফিরে আমরা এক মানুষের কাছে পরিবর্তনের আশা করি
অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার চেয়ে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকা শ্রেয়।
যে ব্যক্তি নিজেকে দমন করতে পারে না সে ব্যক্তি নিজের জন্য বিপদজনক এবং অন্যের জন্য ও
যারা সাহসী তারা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে আর ভীরু রা মরার আগে বারবার মরে।
নারী যদি ফাঁসিও হয় ফাঁসিতে যাওয়ার আগেও সে তার মেকআপ ঠিক করার জন্য সময় চাইবে।
অপরকে বুঝতে দিও না যদি তুমি অপমানিত বোধ করো।
দুঃখই হল প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য।
প্রত্যাশা কপালে দুঃখও কমে যায়।
সৎ লোকের অনুসন্ধান করো, নইলে নিজে সৎ হও।
অন্যের থেকে জানুন বেশি বেশি
অন্যের থেকে বেশি কাজ করার চেষ্টা করুন।
আসা কম রাখুন অন্যের থেকে।
বিজ্ঞানকে যে অল্প জানবে সে হবে নাস্তিক আর যে প্রকৃত সম্পূর্ণ রকম ভাবে জানবে সে হবে ঈশ্বরের বিশ্বাসী।
যদি আমার কোন দোষ হয় তাহলে আমাকেই বলে দিও।
মানুষের সর্বোচ্চ সাফল্য হচ্ছে সাধ্যমত করতে পারায় সবটুকু করতে পারায় নয়।
অর্থ ছাড়া ভালোবাসা প্রত্যাশা করা দুর্লভ।
সত্যকে সর্বদাই ভালোবাসা উচিত এবং ভুলকে ক্ষমা করা।
শিক্ষার ফল মিষ্টি যদিও শিকড়ের স্বাদ তেতো।
মানুষের ব্যবহারেই মানুষের আসল সম্মান বয়ে আনে।
Leave a Reply