নানার জন্মদিনের শুভেচ্ছা বার্তা, ফানি ও মজার ক্যাপশন
শৈশবের সোনালী দিনগুলোর কথা মনে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে নানাভাইয়ের হাস্যোজ্জ্বল মুখ। যার হাত ধরে মেলায় যাওয়া কিংবা মায়ের বকুনি থেকে বাঁচতে যার আঁচল ছিল নিরাপদ আশ্রয়—তিনিই আমাদের নানাভাই।
পরিবারের এই মুরুব্বি মানুষটির বিশেষ দিনটিকে রাঙিয়ে তুলতে অনেকেই অনলাইনে নানার জন্মদিনের শুভেচ্ছা বা বার্তা খুঁজে থাকেন। আজ আমাদের আয়োজনে থাকছে নানাভাইয়ের জন্য হৃদয় নিংড়ানো কিছু শুভেচ্ছা বার্তা এবং নানার জন্মদিনের স্ট্যাটাস ও ক্যাপশন-এর সেরা কালেকশন।
নানার জন্মদিনের শুভেচ্ছা বার্তা
নানাভাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশের ভাষা সবসময় সহজ হয় না। তাই হৃদয়ের গভীর থেকে উঠে আসা শ্রদ্ধা ও ভালোবাসার সংমিশ্রণে তৈরি এই নানার জন্মদিনের শুভেচ্ছা বার্তাগুলো আপনার নানার বিশেষ দিনটিকে আরও মহিমান্বিত করে তুলবে। নিচে দেওয়া বার্তাগুলো থেকে আপনার পছন্দমতো যেকোনো একটি বেছে নিয়ে তাকে উইশ করতে পারেন।
নানাভাই, তুমি আমাদের পরিবারের সেই মজবুত খুঁটি, যার ওপর ভরসা করে আমরা নিশ্চিন্তে থাকি। আজকের এই বিশেষ দিনে তোমার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। শুভ জন্মদিন!
ছোটবেলায় তোমার কাঁধে চড়ে পৃথিবী দেখার আনন্দটা আজও ভুলতে পারিনি। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন, যেন আজীবন তোমার ছায়ায় থাকতে পারি। জন্মদিনের অনেক শুভেচ্ছা।
আবদার মেটানোর মানুষ হিসেবে বাবা-মায়ের চেয়েও তোমার স্থান আমার কাছে অনেক ওপরে। তোমার হাসিমাখা মুখটা আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি। শুভ জন্মদিন নানাভাই।
বয়সের ভারে শরীরটা হয়তো কিছুটা ক্লান্ত, কিন্তু তোমার মনটা আজও সেই ২৫ বছরের টগবগে যুবকের মতোই রঙিন। তারুণ্যে ভরা এই মনের মানুষটির জন্য জন্মদিনের একরাশ ভালোবাসা।
পৃথিবীর সব দামী উপহার এক করলেও তোমার দেওয়া ভালোবাসার সমতুল্য হবে না। তুমি শুধু নানা নও, তুমি আমার শৈশবের শ্রেষ্ঠ খেলার সাথী। শুভ জন্মদিন প্রিয় নানাভাই।
তোমার হাত ধরেই শিখেছি কীভাবে সততা আর নিষ্ঠার সাথে জীবন গড়তে হয়। আজকের দিনটি তোমার জীবনে বারবার ফিরে আসুক, সেই কামনাই করি। শুভ জন্মদিন।
বাবার শাসন আর মায়ের বকুনি থেকে বাঁচাতে তোমার সেই মুচকি হাসিটাই যথেষ্ট ছিল। আমার সুপারহিরো নানাভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
তোমার চশমার ফাঁক দিয়ে তাকানো সেই স্নেহমাখা দৃষ্টি আমার সব ক্লান্তি দূর করে দেয়। আমাদের মাথার ওপর তোমার ছায়া আজীবন অটুট থাকুক। জন্মদিনের শুভেচ্ছা।
গল্প দাদুর ঝুলি খুলে আর কেউ আমাদের রূপকথার রাজ্যে নিয়ে যায় না, একমাত্র তুমি ছাড়া। তোমার গল্পের ভাণ্ডার আর আয়ু—দুটোই অফুরন্ত হোক। শুভ জন্মদিন নানাভাই।
তোমার পাকা চুলে হাত বুলিয়ে দেওয়ার মুহূর্তগুলো আমার জীবনের সেরা স্মৃতি। আল্লাহ তোমাকে সবসময় সুস্থ ও হাসি-খুশি রাখুন। জন্মদিনের ভালোবাসা নিও।
সোশ্যাল মিডিয়ার জন্য নানার জন্মদিনের স্ট্যাটাস
ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় নানাভাইয়ের সাথে ছবি আপলোড করতে চান? ছবির সাথে মানানসই একটি সুন্দর নানার জন্মদিনের স্ট্যাটাস আপনার টাইমলাইনের শোভা বাড়াবে এবং নানাভাইয়ের প্রতি শ্রদ্ধা ফুটিয়ে তুলবে। এখান থেকে সেরা স্ট্যাটাসটি বেছে নিন।
পরিবারের সবচেয়ে সিনিয়র, অথচ মনের দিক থেকে সবচেয়ে জুনিয়র মানুষটি আজ আরও এক বছর অভিজ্ঞ হলেন। শুভ জন্মদিন নানুভাই!
নানাভাই হলেন সেই মানুষ, যার কাছে কোনো আবদার করলে ‘না’ শোনার ভয় থাকে না। আমার সেই আবদারের জাদুকরের আজ জন্মদিন।
রক্তে হয়তো বাবার বংশ, কিন্তু আদরে আর আহ্লাদে আমি পুরোপুরি নানা বাড়ির অংশ। আর এর পুরো কৃতিত্ব আমার নানাভাইয়ের। শুভ জন্মদিন প্রিয় মানুষ।
যার কোলে পিঠের ব্যথা হওয়ার আগ পর্যন্ত চড়ে বেড়িয়েছি, সেই মানুষটির আজ জন্মদিন। তুমি আছো বলেই আমাদের পৃথিবীটা এত সুন্দর, নানাভাই।
নানার বাড়ি মানেই অবাধ স্বাধীনতা, আর সেই স্বাধীনতার প্রেসিডেন্ট হলেন আমার নানাভাই। জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
বয়সের সংখ্যাটা কেবল ক্যালেন্ডারেই বাড়ে, কিন্তু আমার নানাভাইয়ের এনার্জি লেভেল আজও আমাকে হার মানায়। শুভ জন্মদিন ইয়ং ম্যান!
আল্লাহ তায়ালার কাছে একটাই প্রার্থনা, আমার নানাভাইকে যেন তিনি সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন। কারণ, তিনি আমাদের পরিবারের হৃৎস্পন্দন। শুভ জন্মদিন।
নানাভাই হলেন সেই বটবৃক্ষ, যার শীতল ছায়ায় আমরা বড় হয়েছি পরম মমতায়। আজকের দিনটি তোমার জীবনে বয়ে আনুক অনাবিল প্রশান্তি।
চশমাটা হয়তো এখন একটু ঝাপসা দেখে, কিন্তু আমাদের প্রতি তার ভালোবাসায় কোনো খাদ নেই। আমার প্রিয় নানাভাইয়ের জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধা।
পৃথিবীর সেরা নানাভাইকে জন্মদিনের শুভেচ্ছা! তোমার নাতনি/নাতি হতে পেরে আমি সত্যিই নিজেকে ধন্য মনে করি।
নানার জন্মদিনের ক্যাপশন কালেকশন
ফেসবুক বা ইনস্টাগ্রামে নানাভাইয়ের সাথে ছবির নিচে দেওয়ার জন্য ছোট ও আকর্ষণীয় জন্মদিনের ক্যাপশন খুঁজছেন? নিচের ক্যাপশনগুলো আপনার ছবির জৌলুস বাড়িয়ে দেবে বহুগুণ। সংক্ষিপ্ত অথচ অর্থবহ এই লাইনগুলো ব্যবহার করুন।
আমার হিরো, আমার বেস্ট ফ্রেন্ড, আমার নানাভাই। শুভ জন্মদিন!
নানাভাই মানেই অফুরন্ত আদর আর শেষ না হওয়া গল্পের ঝুড়ি। শুভ জন্মদিন।
শুভ জন্মদিন সেই মানুষটিকে, যার পকেটের টাকা শেষ হয়ে গেলেও নাতনি/নাতির জন্য চকলেট কেনা বন্ধ হয় না।
ওল্ড ইজ গোল্ড—কথাটা আমার নানাভাইকে দেখলেই বিশ্বাস হয়। শুভ জন্মদিন গোল্ডেন ম্যান।
নানাভাই, তুমি শুধু বয়সেই বাড়ছো না, বরং দিন দিন আরও হ্যান্ডসাম হচ্ছো! জন্মদিনের শুভেচ্ছা।
আমার শৈশবের সেরা সঙ্গী এবং বর্তমানের সেরা পরামর্শদাতা—আমার নানাভাই। শুভ জন্মদিন।
নানা বাড়ির আসল জৌলুস তো তুমিই। আল্লাহ তোমাকে ভালো রাখুন। শুভ জন্মদিন।
তোমার হাসিতেই আমাদের পরিবারের সুখ লুকিয়ে আছে। আজীবন এভাবেই হেসে থেকো। শুভ জন্মদিন নানাভাই।
দাদার আমল হয়তো চলে গেছে, কিন্তু নানার আমল আমাদের মনে সবসময় থাকবে। শুভ জন্মদিন।
তোমার ওই পাকা দাড়ি আর চশমার প্রেমে আমরা সবাই পাগল। জন্মদিনের অনেক ভালোবাসা।
নানার জন্মদিনের ফানি শুভেচ্ছা ও মজার স্ট্যাটাস
সম্পর্কটা যখন নানা-নাতির, তখন খুনসুটি আর মজা তো থাকবেই। নানাভাইকে একটু হাসাতে এবং রোস্ট করতে এই নানার জন্মদিনের ফানি শুভেচ্ছা গুলো একদম পারফেক্ট। সম্পর্কের মাধুর্য বজায় রেখে এই মজার বার্তাগুলো পাঠাতে পারেন।
শুভ জন্মদিন নানাভাই! কেকের মোমবাতি নেভাতে গিয়ে আবার দাঁত খুলে ফেলো না যেন, সাবধান!
বয়স তো অনেক হলো, এবার অন্তত বিয়ের চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলো নানাভাই। শুভ জন্মদিন চিরতরুণ প্রেমিক পুরুষ!
তোমার জন্মদিনে উপহার দিতে চেয়েছিলাম, কিন্তু মনে পড়লো তোমার তো সব আছে—বিশেষ করে আমার মতো কিউট একটা নাতি/নাতনি! তাই শুধু দোয়াই দিলাম।
নানাভাই, চশমাটা কোথায় রেখেছো সেটা ভুলে যাওয়ার দিন আজ আরও এক বছর কাছে চলে এলো। শুভ জন্মদিন ভুলোমন!
তোমার যা বয়স হয়েছে, এখন তো কেকের ওপর মোমবাতি বসাতে গেলে কেকের জায়গাই কম পড়ে যাবে! শুভ জন্মদিন বুড়ো দাদুভাই।
শুনেছি বয়স বাড়লে মানুষ জ্ঞানী হয়, কিন্তু তোমার ক্ষেত্রে শুধু মেজাজটাই বাড়ছে বলে মনে হচ্ছে! মজা করলাম, শুভ জন্মদিন খিটখিটে বুড়ো।
আজকের পার্টিতে কিন্তু বিরিয়ানি চাই, শুধু দাঁত নেই বলে জাউ ভাত খাইয়ে বিদায় দিও না। শুভ জন্মদিন নানাভাই!
তোমার ছোটবেলার প্রেমিকার সংখ্যা আর তোমার বর্তমান বয়সের সংখ্যার মধ্যে কোনটা বেশি—সেটা আজও রহস্য! শুভ জন্মদিন প্লে-বয় নানা।
শুভ জন্মদিন! দোয়া করি, এই বয়সেও তোমার কালো চুলের রহস্যটা যেন উন্মোচিত হয় (নাকি ওটা কলপ?)।
নানাভাই, তুমি যতই বুড়ো হও, তোমার পকেটের টাকাগুলো কিন্তু সবসময় নতুনই থাকে। আজকের দিনে সেই পকেটটা একটু হালকা করো দেখি!
