১৫০+ বড় বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা

বড় বোন শুধু পরিবারের একজন সদস্য নয়, তিনি হলেন মায়ের আদরের আরেক রূপ। যার শাসনে মিশে থাকে ভালোবাসা আর বকুনিতে লুকিয়ে থাকে অসীম মায়া। আজকের দিনটি সেই প্রিয় মানুষটির, তাই তার জন্মদিনকে ঘিরে আয়োজনটাও হওয়া চাই একদম স্পেশাল। আপনি কি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য বড় বোনের জন্মদিনের শুভেচ্ছা ক্যাপশন খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আজকের আয়োজনে আমরা সাজিয়েছি সেরা সব শুভেচ্ছা বার্তা, যা আপনার বোনের মুখে হাসি ফোটাতে বাধ্য।

বড় বোনের জন্মদিনের শুভেচ্ছা ইসলামিক

জন্মদিন মানেই যে কেবল কেক কাটা বা পার্টি করা, তা কিন্তু নয়। অনেকেই চান তাদের প্রিয়জনের জীবনের বিশেষ দিনটি শুরু হোক মহান আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে। বড় বোন যেহেতু গুরুজন এবং শ্রদ্ধার পাত্রী, তাই তার জন্য দোয়ার চেয়ে বড় উপহার আর কী হতে পারে? নিচে বাছাই করা কিছু বড় বোনের জন্মদিনের শুভেচ্ছা ইসলামিক বার্তা ও দোয়া দেওয়া হলো, যা আপনি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন।

মহান আল্লাহ আজ তোমার জীবনের নতুন একটি বছর শুরু করার তৌফিক দিয়েছেন। দোয়া করি, তোমার আগামী দিনগুলো রহমত ও বরকতে পরিপূর্ণ হোক। শুভ জন্মদিন, আপু।

আল্লাহ তায়ালা তোমার হায়াতে বরকত দান করুন এবং নেক আমল করার তৌফিক দিন। বোন হিসেবে তোমাকে পাওয়া আমার জন্য রবের এক বিশেষ নেয়ামত।

আজকের এই বিশেষ দিনে দোয়া করি, রব তোমাকে দুনিয়া ও আখিরাতের সম্মান দান করুন। আল্লাহ তোমাকে হযরত ফাতেমা (রাঃ)-এর আদর্শে জীবন গড়ার তৌফিক দিন।

তোমার প্রতিটি পদক্ষেপ হোক জান্নাতের পথে। আল্লাহ তোমাকে সব ধরণের বিপদ-আপদ, বালা-মুসিবত ও বদনজর থেকে হেফাজত করুন। শুভ জন্মদিন।

পবিত্রতা আর ভালোবাসায় ভরে উঠুক তোমার জীবন। আল্লাহর রহমত সর্বদা তোমার ওপর বর্ষিত হোক। শুভ জন্মদিন প্রিয় বোন।

আজকের দিনে মহান রবের কাছে একটাই চাওয়া, তিনি যেন তোমাকে সকল বিপদ-আপদ থেকে রক্ষা করেন। দ্বীনের পথে চলা তোমার জন্য সহজ হোক।

কুরআন ও সুন্নাহর আলোয় তোমার জীবন উদ্ভাসিত হোক। পার্থিব সব সুখের পাশাপাশি আল্লাহ তোমাকে পরকালের মুক্তি দান করুন।

বড় বোনের জন্মদিনের শুভেচ্ছা ক্যাপশন ও স্ট্যাটাস

মায়ের পরে যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে, তবে সে হলো বড় আপু। আপনার অনুভূতির গভীরতা প্রকাশ করার জন্য সুন্দর কিছু শব্দের প্রয়োজন হয়। ফেসবুকে বা ইনস্টাগ্রামে ছবি আপলোড করার সময় বড় বোনের জন্মদিনের শুভেচ্ছা ক্যাপশন হিসেবে নিচের লাইনগুলো ব্যবহার করলে তা অনেক বেশি হৃদয়গ্রাহী হবে।

মায়ের অভাব কখনোই বুঝতে দাওনি, আগলে রেখেছ পরম মমতায়। শুভ জন্মদিন আমার দ্বিতীয় মা।

আবদারের ঝুলিটা যার কাছে উজাড় করে দেওয়া যায়, সে হলো আমার প্রিয় আপু। তোমার আগামীর পথচলা সুন্দর হোক।

ভালোবাসার আরেক নাম যে বড় বোন, সেটা তোমাকে না দেখলে বুঝতাম না। অনেক অনেক ভালোবাসা নিও। শুভ জন্মদিন।

যতবার হোঁচট খেয়েছি, ততবার হাত বাড়িয়ে দিয়েছ তুমি। তোমার এই ঋণ শোধ করার সাধ্য আমার নেই। শুভ জন্মদিন আমার রক্ষাকবচ।

আমার শৈশবের খেলার সাথী আর কৈশোরের গাইডিয়ান, তুমি আছো বলেই জীবনটা এত সহজ। জনমদিনের অনেক অনেক শুভকামনা।

রক্তের সম্পর্ক ছাড়াও তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। যার কাছে মনের সব গোপন কথা নির্দ্বিধায় বলা যায়, সে হলো তুমি।

পরিবারে তুমি আছো বলেই আমাদের হাসিমুখগুলো মলিন হয় না। তোমার ছায়ার নিচে আছি বলেই কোনো ঝড় আমাকে ছুঁতে পারে না।

বড় বোনের জন্মদিনের ফানি ও রোস্টিং স্ট্যাটাস

ভাই-বোনের সম্পর্ক মানেই তো সারাদিন টম অ্যান্ড জেরির মতো মারামারি। একটু খুনসুটি আর হাসাহাসি ছাড়া কি জন্মদিন জমে? জন্মদিনে আদরের আপুকে একটু রাগাতে বা হাসাতে নিচের মজার স্ট্যাটাসগুলো দিতে পারেন।

বয়স তো কম হলো না, এবার অন্তত ঝগড়াটা একটু কমাও! শুভ জন্মদিন ঝগড়াটি বুড়ি।

মেকআপ ছাড়াও যে তোমাকে পেত্নীর মতো লাগে, সেটা আজ আর বললাম না। হ্যাপি বার্থডে আপু!

ভাবছিলাম জন্মদিনে তোমাকে দামী কিছু উপহার দেব, কিন্তু পরে মনে পড়লো আমার তো টাকাই নেই! তাই ভালোবাসা নাও।

ছোটবেলায় আমার ভাগের চকোলেট চুরির প্রতিশোধ আজ কেক খেয়ে নেব। তৈরি থেকো! হ্যাপি বার্থডে।

আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন, যাতে সারাজীবন আমার কাজগুলো করে দিতে পারো। শুভ জন্মদিন কিপটা আপু।

বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধিটা যদি একটু বাড়তো, তবে খুব ভালো হতো। শুভ জন্মদিন বোকা আপু।

দুনিয়ার সব আপদ সহ্য করা যায়, কিন্তু তোমার বকবকানি সহ্য করা কঠিন। আজ তোমার জন্মদিন, তাই সাত খুন মাফ।

বড় বোনের জন্মদিনের শুভেচ্ছা কবিতা

কখনও কখনও দুই লাইনের সাধারণ কথায় মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না, তখন প্রয়োজন হয় ছন্দের। আপনি যদি একটু সাহিত্যমনা হয়ে থাকেন, তবে বড় বোনের জন্মদিনের শুভেচ্ছা কবিতা বা ছড়া দিয়ে তাকে উইশ করতে পারেন। এটি আপনার শুভেচ্ছাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে।

দিন ফুরালো, রাত পোহালো, নতুন একটা দিন আনন্দের আজ নেই সীমানা, বাজুক খুশির বীণ। শুভ জন্মদিন আপু।

আকাশ জুড়ে তারার মেলা, চাঁদের হাসির বাঁধ খুশিতে আজ কাটুক তোমার, সকাল কিংবা রাত। জন্মদিনের শুভেচ্ছা।

মিষ্টি হাসি, দুষ্টু কথা, মায়ার বাঁধন তুমি তোমার জন্য সাজিয়ে দেব আজকের এই ভূমি। শুভ জন্মদিন।

ফুলের মতো ফুটুক হাসি, ঝরুক খুশির ধারা তোমার আলোয় আলোকিত হোক আমাদের এই পাড়া। হ্যাপি বার্থডে আপু।

বোন হলো সেই মানুষটা, দুঃখ ভোলার গান তোমার জন্য উজাড় করে দেব আমার প্রাণ। শুভ জন্মদিন।

রোদের মতো উজ্জ্বল হোক তোমার চলার পথ পূরণ হোক মনের ভেতর জমে থাকা সব শপথ। জন্মদিনের শুভকামনা।

বড় বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস english

অনেকেই আছেন যারা বাংলায় স্ট্যাটাস দেওয়ার চেয়ে ইংরেজিতে উইশ করতে বেশি পছন্দ করেন। আপনিও যদি স্মার্ট এবং মার্জিত ভাষায় শুভেচ্ছা জানাতে চান, তবে আপনার জন্য নিচে সেরা কিছু বড় বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস english-এ দেওয়া হলো।

Happy Birthday to the one who has always been a second mother to me. Your love, guidance, and support mean the world to me.

To my first best friend and forever protector, Happy Birthday! Thank you for making my childhood memorable and my life beautiful.

Growing up with you has been the greatest adventure of my life. You are not just my sister; you are my inspiration.

Happy Birthday to the most elegant and kind-hearted person I know. May this year bring you as much happiness as you bring into our lives.

We may fight and argue, but you will always be my favorite person. Thank you for always having my back. Happy Birthday, Didi!

You are a blessing to everyone around you. May your special day be filled with love, laughter, and everything you desire. Happy Birthday, big sister!

Another year older, but you only get more beautiful and wise with time. Happy Birthday to my amazing sister and role model.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *